হযরত আব্দুল্লাহ রা. রাসূল সা. হতে বর্ণনা করে বলেন যে, যখন দাজ্জাল আফীক নামক ঘাঁটিতে পৌছবে, তখন তার ছায়া মুসলমানদের উপর পড়বে। তখন তারা তাকে হত্যা করার জন্য তাদের ধনুকে তীর সংযোজন করবে। অতপর তারা একটি আওয়াজ শুনবে, হে মানুষ সকল! তোমাদের নিকট সাহায্য এসে গেছে। আর তারা ক্ষুধার কারণে দূর্বল হয়ে গেছে। অতপর তারা বলবে, এটা পরিতৃপ্ত ব্যক্তির কথা। তারা একথাটা তিনবার শুনবে। আর যমিন তার আলো দিয়ে আলোকিত করবে। কা’বার প্রতিপালকের কসম! অতপর হযরত ঈসা ইবনে মারিয়াম আ. অবতরণ করবেন এবং সকলকে ডেকে বলবেন, হে মুসলিম জাতি! তোমরা তোমাদের প্রতিপালকের প্রশংসা কর। তার তাসবীহ পাঠ কর। প্রশংসা ধ্বণি কর। তার নামের তাকবীর দাও। অতপর তারা তাই করবে। অতপর তারা পালানোর জন্য একে দৌড়ে পাল্লা দিবে। এবং তারা তা দ্রুতভাবে করবে। অতপর যখন তারা অর্ধেক সময়ের মধ্যে লুদ দরজায় আসবে, তখন আল্লাহ তা’আলা তাদের উপর যমিন খাটো করে দিবেন। তারা ঈসা ইবনে মারিয়াম আ. এর সমর্থন করবে। আর ঈসা আ. লুদ এর দরজায় অবতরণ করবেন। অতপর যখন সে হযরত ঈসা আ. কে দেখবে তখন সে বলবে, নামাজ কায়েম কর। তখন দাজ্জাল বলবে, হে আল্লাহর নবী! নামাজ কায়েম হয়ে গেছে। তখন হযরত ঈসা আ. বলবেন, হে আল্লাহর শত্রু! তোমার জন্য কায়েম হয়েছে। সুতরাং সামনে আগ্রসর হও ও নামাজ আদায় কর। অতপর যখন সামনে অগ্রসর হয়ে নামাজ আদায় করবে, তখন হযরত ঈসা আা. বলবেন, হে আল্লাহর শত্রু! তুমিতো ধারণা কর যে, তুমি পৃথীবির পালনকর্তা। সুতরাং কেন নামাজ আদায় করলে? অতপর তিনি তার সাথে থাকা মোটা লাঠি দিয়ে দাজ্জালকে আঘাত করে হত্যা করবেন। সুতরাং কোন জিনিসের নিচে বা পিছনে (লুকানো) তার কোন সাহায্যকারা অবশিষ্ট থাকবে না। কেনান প্রত্যেক জিনিসই ডেকে ডেকে বলবে, হে মুমিন! এইযে দাজ্জালি, তাকে হত্যা কর।
[ আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ - ১৬০১ ]
___________________________________
نعيم بن حماد - ١٦٠١
حدثنا أبو عمر عن ابن لهيعة عن عبد الوهاب بن حسين عن
محمد بن ثابت عن أبيه عن الحارث
عن عبد الله عن النبي صلى الله عليه وسلم قال
إذا بلغ الدجال عقبة أفيق وقع ظله على المسلمين فيوترون قسيهم لقتاله فيسمعون نداء
يا أيها الناس قد اتاكم الغوث وقد صعفوا من الجوع
فيقولون هذا كلام رجل شبعان
يسمعون ذلك النداء ثلاثا
وتشرق الأرض بنورها وينزل عيسى ابن مريم ورب
الكعبة وينادي
يا معشر المسلمين احمدوا ربكم وسبحوه وهللوه وكبروه فيفعلون
فيستبقون يريدون الفرار ويبادرون فيضيق الله عليهم الأرض إذا أتوا باب لد في نصف
ساعة فيوافقون عيسى ابن مريم قد نزل باب لد فإذا نظر إلى عيسى
فيقول اقم الصلاة
يقول الدجال يا نبي الله قد أقيمت الصلاة يقول عيسى يا عدو الله أقيمت لك فتقدم
فصلي فإذا تقدم يصلي
يقول عيسى يا عدو الله زعمت أنك رب العالمين فلم تصلي
فيضربه بمقرعة معه فيقتله فلا يبقى من أنصاره أحد تحت شيء أو خلفه إلا نادى
يا
مؤمن هذا دجالي فاقتله