আল ফিতন

من أين يكون مخرج الدجال

পৃষ্ঠা - ১৪৯১
হযরত আবু উমামা আল বাহেলী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন দাজ্জাল সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী চলার রাস্তা দিয়ে বাহির হবে।
حدثنا ضمرة بن ربيعة حدثنا يحيى بن ابي عمرو السيباني عن عمرو بن عبد الله
الحضرمي
عن أبي أمامة الباهلي رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه
وسلم يخرج الدجال من خلة بين الشام والعراق
পৃষ্ঠা - ১৪৯২
হযরত কা’ব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন তাদের নিকট উহা বিজিত হওয়ার পর খবর আসবে। অর্থাৎ কুস্তুনতুনিয়া বিজয়। তখন তারা তাাদের হাতে যা থাকবে তা ফেলে দিবে এবং তারা বাহির হবে। তখন তারা এটাকে ভূল পাবে। তার পরেই দাজ্জাল বাহির হবে। তার সাথে সমুদ্রের দিকে উর্বরতা সংযুক্ত থাকবে। অতপর সে বাহির হবে।
حدثنا أبو أيوب عن أرطاة بن
المنذر عن شريح بن عبيد
عن كعب قال يأتيهم الخبر بعد فتحها يعني فتح
القسطنطينية فيرفضون ما في أيديهم فيخرجون فيجدونه باطلا لا يخرج الدجال إلا بعدها
تتعلق به حية إلى جانب البحر ثم يخرج
পৃষ্ঠা - ১৪৯৩
হযরত কা’ব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন দাজ্জালের সাথে সমুদ্রের তীরের দিকে উর্বরতা সংযুক্ত। অতপর সে বাহির হবে।
حدثنا بقية عن صفوان عن شريح بن
عبيد
عن كعب قال تتعلق بالدجال حية إلى جانب ساحل البحر ثم يخرج
পৃষ্ঠা - ১৪৯৪
হযরত আবু হুরাইরা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন ইরাকে হাই নামক গ্রাম থেকে দাজ্জাল বাহির হবে ।তখন দাজ্জালের বাহির হওয়ার সময় মানুষ বিভক্ত হয়ে যাবে। তখন একদল বলবে সিরিয়ার দিকে চলে যাও। তোমাদের ভাইদের দিকে চলে যাও।
حدثنا رشدين عن ابن لهيعة عن بكر بن سوادة أن عبد الرحمن بن أوس المزني حدثه
عن
أبي هريرة قال يخرج الدجال من قرية هي بالعراق فيفترق الناس عند خروجه فتقول فرقة
منهم هلم إلى الشام هلم إلى إخوانكم
পৃষ্ঠা - ১৪৯৫
হযরত আবু বকর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন দাজ্জাল তার ইহুদিয়্যাতের চকমকি নিয়ে বাহির হবে।
حدثنا علي بن عاصم عن يحيى أبي
زكريا عن قتادة عن سعيد بن المسيب
عن أبي بكر الصديق رضوان الله عليه قال يخرج
الدجال من مرو من يهوديتها
পৃষ্ঠা - ১৪৯৬
হযরত আবু বকর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন দাজ্জাল খোরাসান হতে বাহির হবে।
حدثنا يزيد بن هارون عن سعيد عن قتادة عن
ابن المسيب
عن أبي بكر الصديق رضى الله عنه قال يخرج الدجال من خراسان
পৃষ্ঠা - ১৪৯৭
হযরত কা’ব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন দাজ্জালের জন্ম হবে মিসরের একটি গ্রামে। যাকে কওস বলা হয়। আর সেটা হলো বাছারী।
حدثنا الحكم بن نافع عن جراح عمن حدثه
عن كعب قال مولد الدجال بقرية من قرى
مصر يقال له قوس وهي بسرى
পৃষ্ঠা - ১৪৯৮
শুরাইহ, মাকদাম, আমর ইবনে আসওয়াদ এবং কাসীর ইবনে মাররা হতে বর্ণিত যে, তারা বলেন দাজ্জাল মানূুষ নয়। বরং দাজ্জাল হলো শয়তান।
قال الحكم وأخبرني عبد الله عن يزيد بن حمير
عن جبير بن نفير وشريح والمقدام وعمرو بن الأسود وكثير بن مرة
قالوا ليس هو
إنسان إنما هو شيطان
পৃষ্ঠা - ১৪৯৯
হযরত সালেম তার পিতার নিকট থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন দাজ্জাল হবে একজন শিকরীর সন্তান। যে মদীনায় জন্মগ্রহণ করবে।
حدثنا الوليد عن حنظلة عن سالم
عن ابيه قال هو
ابن صائد الذي ولد بالمدينة
পৃষ্ঠা - ১৫০০
হযরত যায়েদ ইবনে ওয়াহাব তিনি আব্দুল্লাহ হতে বর্ণনা করেন যে, তিনি বলেন দাজ্জাল কূসা থেকে বাহির হবে।
حدثنا وكيع عن سفيان عن أبي المقدام عن زيد
بن وهب
عن عبد الله قال الدجال يخرج من كوثى
পৃষ্ঠা - ১৫০১
হযরত হাসান থেকে বর্ণিত যে, তিনি বলেন খোরাসান হতে একদল সৈন্য বাহির হবে। তাদের পিছনেই দাজ্জাল বাহির হবে।
حدثنا يزيد بن هارون عن
المبارك
عن الحسن قال يخرج جيش من خراسان يعقبهم الدجال
পৃষ্ঠা - ১৫০২
হযরত আবু উরইয়ান থেকে বর্ণিত যে, তিনি বলেন আমি আব্দুল্লাহ ইবনে আমর রাযিয়াল্লাহু আনহু কে বলতে শুনেছি যে, দাজ্জাল কূসা থেকে বাহির হবে।
حدثنا عيسى
بن يونس عن الأعمش عن عبد الرحمن بن ثروان عن الهيثم أبي العريان قال
سمعت عبد
الله بن عمرو يقول يخرج الدجال من كوثى
পৃষ্ঠা - ১৫০৩
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন দাজ্জাল কূসা থেকে বাহির হবে।
قال معمر عن محمد بن شبيب عن
العريان بن الهيثم
عن عبد الله بن عمرو أنه قال يخرج الدجال من كوثى
পৃষ্ঠা - ১৫০৪
হযরত হাইসাম ইবনে আসওয়াদ বলেন যে, আমাকে আব্দুল্লাহ ইবনে আমর রাযিয়াল্লাহু আনহু বলেছেন আর সে সময় তিনি হযরত মুয়াবিয়া রাযিয়াল্লাহু আনহু এর নিকটে বসা ছিলেন। তোমদের পূর্বের স্থান তোমরা চিন? যাকে কূসা বলা হয়্ যার অধিকাংশ জায়গা অনাবাদি। আমি বললাম হ্যাঁ। তিনি বললেন সেখান থেকে দাজ্জাল বাহির হবে।
حدثنا أبو معاوية عن الأعمش عن أبي قيس عن الهيثم بن الأسود قال
قال لي عبد
الله بن عمرو وهو عند معاوية تعرفون أرضا قبلكم يقال لها كوثى كثيرة السباخ
قلت
نعم
قال منها يخرج الدجال
পৃষ্ঠা - ১৫০৫
হযরত ইবনে তাউস তার পিতা থেকে বর্ণনা করে বলেন যে, দাজ্জাল ইরাক থেকে বাহির হবে।
حدثنا عبد الرزاق عن معمر عن ابن طاوس
عن أبيه قال يخرج الدجال من العراق
পৃষ্ঠা - ১৫০৬
হযরত শাহর ইবনে হাউসাব হযরত আব্দুুল্লাহ ইবনে আমর রাযিয়াল্লাহু আনহু হতে শুনেছেন তিনি রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছেন যে, অচিরেই মানুষ পূর্বদিক হতে বাহির হবে। তারা কুরআন তিলাওয়াত করবে যা তাদের হুলকুম অতিক্রম করবে না। যখনই তাদের থেকে সাথী বাহির হবে কেটে দেওয়া হবে। নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উক্ত কথাটা দশ বারের বেশি আবৃতি করেন। যখনই তাদের থেকে সাথী বাহির হবে কেটে দেওয়া হবে। এমনকি দাজ্জালের অবির্ভাব হবে তাদের বাকী থাকা অবস্থায়।
قال معمر وأخبرنا قتادة عن شهر
بن حوشب
سمع عبد الله بن عمرو رضى الله عنهما سمع النبي صلى الله عليه وسلم
يقول سيخرج ناس من قبل المشرق ويقرأون القرآن لا يجاوز تراقيهم كلما خرج منهم قرن
قطع حتى عدها النبي صلى الله عليه وسلم زيادة على عشر مرات كلما خرج منهم قرن قطع
حتى يخرج الدجال في بقيتهم
خروج الدجال وسيرته وما يجري على يديه من الفساد