হযরত আব্দুল্লা ইবনে রাসেদ হতে বর্ণিত তিনি বলেন আমি আমার পিতা কে বলতে শুনেছি যে, অচিরেই কুরাইশ থেকে এমন একজন লোক যে পিতা ও মাতার দিকে থেকে বংশগত পরিচিত সে রাগ হয়ে রোমে চলে যাবে। অতপর রোমের লোকেরা তাকে গ্রহণ করবে এবং সম্মান করবে। অতপর তার রোমের দিকে বাহির হওয়ার দিন থেকে বিশ মাস হবে, অতপর রোমের লোকেরা তাদের নৌকায় করে ইস্কান্দারিয়ার দিকে অতপর এমন তারা প্রচন্ড বাতাশের সম্মুখিন হবে যে, তাদের থেকে একজন লোকও তাদের দেশে ফিরে যেতে পারবে না। তবে একজন সংবাদদাতা ব্যতীত। তার পিতার বলেন, যদি আমি চাই যে, যেরূপ রোমের আমিরের হয়েছে, আমি সেদিন তাকে দেখছি যে, পুরাতন খাযরা এর মধ্যবর্তী হতে মিনারার দিকে যা ইস্কান্দারিয়া সংযুক্ত।
[ আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ - ১৪৪০ ]
___________________________________
نعيم بن حماد - ١٤٤٠
حدثنا رشدين عن ابن لهيعة قال حدثني سعيد
عن عبد الله بن راشد قال
سمعت أبي يقول سيخرج من قريش رجل معروف النسب من الأب
والأم مغضبا إلى الروم فيقبلونه وينزلونه منزل كرامة ثم يكون من يوم خروجه إلى
الروم عشرين شهرا ثم يقبل بالروم إلى الأسكندرية في سفنهم فتلقاهم ريح شديدة لا
يرجع منهم إلى أرض الروم إلا مخبر
قال أبوه فلو أشاء أن أخبركم حيث يضع أمير
الروم رأيته يومئذ ينزل بين الخضراء القديم إلى المنارة مما يلي الأسكندرية