আমর ইবনুল হারেস থেকে বর্নিত, বকর ইবনে সুওয়াদা তাকে সংবাদ দিয়েছেন, তিনি আবু যামআ আব্দুল্লাহ ইবনে আমর এবং আবু যর গিফারী রাযিঃ থেকে বর্ননা করেন, তারা সকলে এরশাদ করেন, মিশর দেশ থেকে নিরাপত্তা অনেক আগে উঠে যাবে। বর্ননা কারী খারেজা বলেন, আমি আবু যর গিফারী রাযিঃ কে জিজ্ঞাসা করলাম, তখন কি মিশরে উপদেশ দানকারী কোনো ইমাম থাকবেনা? জবাবে তিনি বলেন, না, তখন সব ইমামের হত্যা আখেরী পর্যায়ে পৌছে যাবে।
[ আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ - ৮৫৩ ]
___________________________________