আল ফিতন

أول علامة تكون من علامة البربر وأهل المغرب في خروجهم

পৃষ্ঠা - ৭৩৭
হযরত আলা ইবনে সুলাইমান থেকে বর্নিত, তিনি বলেন আমি আবু কাবীলকে বলতে শুনেছি, তিনি বলেন, যখন তুমি শুনবে কিংবা মিশরের মিম্বরের নিকটে আসবে, তখন আমীরুল মু’মিনীন আব্দুল্লাহর জন্য দোয়া করা হবে তাহলে বুঝতে হবে সেদিন বেশি দূরে নয় যে, আবারো শুনতে পাবে আব্দুল্লাহ আব্দুর রহমান আমীরুল মুমিনীনের জন্যও দোয়া করা হচ্ছে।
حدثنا محمد بن حمير عن الصقر بن رستم قال حدثني العلاء بن سليمان قال
سمعت أبا
قبيل يقول إذا سمعت أو إذا جئت هذا المنبر يعني منبر مصر فيقرأ لعبد الله عبد الله
أمير المؤمنين فأوشك أن تسمع لعبد الله عبد الرحمن أمير المؤمنين
পৃষ্ঠা - ৭৩৮
আব্দুস সালাম ইবনে মাসলামা থেকে বর্নিত তিনি বলেন আমি আবু কাবিলকে বলতে শুনেছি, যখনই মিশরের মিম্বরে আব্দুল্লাহ আব্দুল্লাহ আমীরুল মুমিনীনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাঠ করা হবে, তাহলে বেশিদিন আর অপেক্ষা করতে হবেনা সেই মিম্বরে পৃথিবীর নিকৃষ্টতম বাদশাহ আব্দুল্লাহ আব্দুর রহমান আমীরুল মুমিনীনের পক্ষ থেকে বক্তব্য পাঠ করা হবে।
حدثنا
محمد بن عبد الله عن عبد السلام بن مسلمة
سمع أبا قبيل يقول إذا قريء على منبر
مصر من عبد الله عبد الله أمير المؤمنين لم يلبث إلا يسيرا حتى يقرأ من عبد الله
عبد الرحمن أمير المؤمنين وهو صاحب المغرب وهو شر من ملك
পৃষ্ঠা - ৭৩৯
বিশিষ্ট সাহাবী হযরত হোযাইফা ইবনুল ইয়ামান রাযিঃ থেকে বর্নিত, তিনি মিশর বাসীদেরকে বলেন, যখন মাশরিক বাসীদের পক্ষ থেকে তোমাদের কাছে কোনো পয়গাম আসে, যার মধ্যে আব্দুল্লাহ আমীরুল মুমিনীনের পক্ষ হতে বক্তব্য থাকবে, তখন তোমরা অন্য আরেকটি পয়গামের অপেক্ষা করতে থাকো। সেটা আসবে মুলতঃ আমীরুল মুমিনীন আব্দুল্লাহ আব্দুর রহমান কর্তৃক প্রেরিত হয়ে মাগরিব বাসীদের পক্ষ থেকে আসবে। শপথ সেই সত্ত্বার যার হাতে হোজাইফার জীবন রয়েছ, তোমরা এবং তাদের মধ্যে ব্রিজের নিকটে তুমুল যুদ্ধ হবে। তারা তোমাদেরকে কাফের আখ্যায়িত করে মিশর এবং শাম দেশ থেকে বের করে দিবে। এহেন পরিস্থিতিতে পঁচিশটি দেরহাম নিয়ে জনৈকা আরবী নারী দিমাশকের গেইটে তোমাদের অনুস্বরণ করবে।
حدثنا عبد الله
بن مروان عن أبيه عن عبد الله العمري عن القاسم بن محمد
عن حذيفة بن اليمان رضى
الله عنه أنه قال لقوم من أهل مصر إذا أتاكم
كتاب
من قبل المشرق يقرأ عليكم من
عبد الله أمير المؤمنين
فانتظروا
كتاب
ا
آخر يأتيكم من
المغرب يقرأ عليكم من عبد الله عبد الرحمن أمير المؤمنين والذي نفسي حذيفة بيده
لتقتتلن أنتم وهم عند القنطرة
وليخرجنكم من أرض مصر وأرض الشام
كفرا كفرا
ولتباعن
المرأة العربية على درج دمشق بخمسة وعشرين درهما
পৃষ্ঠা - ৭৪০
হযরত আবু সা’বা উতবা ইবনে তামীম আততানুখী রহঃ থেকে বর্নিত, তিনি বলেন, আব্বাসী বাদশাহদের একজন তোমাদের প্রতি একটি পয়গাম প্রেরন করবেন, যার মধ্যে মিশর বাসীর উদ্দেশ্যে লেখা থাকবে আমীরুল মুমিনীন আব্দুল্লাহ আব্দুল্লাহর’ পক্ষ থেকে। এধরনের কোনো ঘটনা প্রকাশ পাওয়ার সাথে সাথে মনে করতে হবে এটাই হচ্ছে তাদের রাজত্ব চলে যাওয়া এবং আব্বাসীয়দের সময় ফুরিয়ে আসার প্রথম লক্ষণ।
حدثنا عبد الله بن
مروان عن سلمة بن خالد اليزني
عن أبي سبأ عتبة بن تميم التنوخي قال الملك لبني
العباس حتى يبلغكم
كتاب
قريء بمصر
من عبد الله عبد الله أمير المؤمنين فإذا كان ذلك فهو أول زوال ملكهم وانقطاع مدتهم
পৃষ্ঠা - ৭৪১
হযরত আলা ইবনে মুহাম্মদ কালবী রহঃ থেকে বর্নিত, তিনি এরশাদ করেন, যখন দিনের শুরুতে আব্বাসী খলীফাদের কোনো খলীফা আমীরুল মুমিনীন আব্দুল্লাহ আব্দুল্লাহ এর পক্ষ থেকে কোনো পয়গাম পাঠ করা হবে, তাহলে দিনের শেষ ভাগে তোমাদের প্রতি প্রেরিত অন্য আরেকটি পয়গাম যা আসবে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমামান আমীরুল মুমিনপনের পক্ষ থেকে তার জন্য অপেক্ষা করতে থাক।
حدثنا عبد الله بن مروان وحدثني أبو عاصم يونس التنوخي عن إسماعيل بن
العلاء بن محمد الكلبي
عن أبيه قال إذا قريء
كتاب
أول النهار لبني العباس من عبد الله عبد الله أمير
المؤمنين فأنتظروا
كتابا يقرأ
عليكم من آخر النهار من عبد الله عبد الرحمن أمير المؤمنين
পৃষ্ঠা - ৭৪২
হযরত কা’ব রহঃ থেকে বর্নিত, তিনি বলেন, আব্দুল্লাহ নামক এক লোক আব্বাসীয় বাদশাহ হবে। তিনি খুবই বিচক্ষন হবেন, তার মাধ্যমে তারা বিজয়ী হবে এবং তার হাতেই তাদের কল্যাণ নিহিত থাকবে। তিনিই হবেন, বালা-মুসিবতের চাবি এবং ধ্বংসের তলোয়ার। এক পর্যায়ে আমীরুল মুমিনীন আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহর পক্ষ থেকে শাম দেশ থেকে আগত একটা চিঠি পাঠ হবে। এরপর বেশিদিন অপেক্ষা করতে হবে না বরং তোমাদের কাছে এসে পৌছবে আমীরুল মুমিনীন আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমানের পয়গাম। সেটাও মিশরের মিম্বরে পাঠ করা হবে। উক্ত ঘটনা প্রকাশ পাওার কিছুদিনের মধ্যেই মাশরিক-মাগরিব বাসীরা শাম দেশের দিকে ধেয়ে আসবে। যেন সম পর্যায়ের দুটি বাজির ঘোড়া পরস্পরের দিকে ধেয়ে আসছে। তারা দেখতে পাবে নিঃসন্দেহে রাজত্ব ও ক্ষমতা যারা শাম বাসীদের আনুগত থাকবে তাদের হাতে বাকি থাকবে। প্রত্যেকে একথা বলবে, যারা বিজয়ী হবে একমাত্র তারাই রাষ্ট্র ক্ষমতার মসনদে আরোহন করবে।
حدثنا عبد
الله بن مروان عن أبيه
عن كعب قال إذا
ملك رجل من بني العباس يقال له عبد الله
وهو ذو العين الاخرة منهم بها افتتحوا وبها يختمون فهو مفتاح [ البلاء ] وسيف
الفناء فإذا قريء
كتاب
له بالشام
من عبد الله عبدالله أمير المؤمنين لم تلبثوا أن يبلغكم
كتاب
قد قريء على منبر مصر من عبد الله عبد الرحمن أمير
المؤمنين فإذا كان ذلك ابتدر أهل المشرق وأهل المغرب الشام كفرسي رهان يرون أن
الملك لا يتم إلا لمن ضبط الشام كل يقول من غلب عليها فقد حوى على الملك
পৃষ্ঠা - ৭৪৩
হযরত যুবাইর ইবনে নুফাইর রহঃ থেকে বর্নিত, তিনি বলেন, আমীরুল মুমিনীন আব্দুল্লাহর ধ্বংস হোক। তেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমানেরও ধ্বংস হোক।
حدثنا عثمان بن كثير عن سعيد بن سنان عن أبي الزاهرية
عن حبير بن نفير قال ويل
لعبد الله من عبد الله ويل لعبد الله من عبد الرحمن
পৃষ্ঠা - ৭৪৪
হযরত যুহরী রহঃ থেকে বর্নিত তিনি এরশাদ করেন, যখন মিশরে হলুদ পতাকাবাহী বাদশাহ প্রবেশ করবে তখন তোমরা গিয়ে ব্রিজের পাদ দেশে একত্রিত হতে থাকো এবং মাশরিক-মাগরিব থেকে আগত সৈন্যের অপেক্ষা করতে থাকো। সেখানে মোট সাতবার যুদ্ধ সংঘটিত হবে এবং সকলে আহত হয়ে রক্তে রন্জিত হয়ে যাবে। মোট কথা সব ধরনের ফিৎনা সেখানে হতে থকবে। এক পর্যায়ে মাশরিক বাসীরা পিছু হঠতে থাকবে এবং রামলা নামক স্থানে গিয়ে অবস্থান নিবে।
حدثنا عبد الله
بن مروان عن سعيد بن يزيد
عن الزهري قال
إ
ذا دخلت الرايات الصفر مصر
فاجتمعوا
في القنطرة انتظروا حتى يستجيش أهل المشرق وأهل المغرب ويقتتلون بها سبعا يكون
بينهم من الدماء مثلما كان في جميع
الفتن
ثم تكون الدبرة على أهل المشرق حتى ينزلونهم الرملة
পৃষ্ঠা - ৭৪৫
হাবীব ইবনে সালেহ রহঃ থেকে বর্নিত, তিনি বলেন, পশ্চিমাদের মধ্যে আব্দুর রহমান নামক এক লোক প্রকাশ পাবে। এক পর্যায়ে সে হিমস নামক স্থানে এসে তার মিম্বরে আরোহন করবে।
حدثنا عبد القدوس عن حريز بن عثمان
عن حبيب بن صالح قال
ليخرجن رجل
يقال له عبد الرحمن بأهل المغرب
حتى يأتي حمص فيصعد إلى منبرها
পৃষ্ঠা - ৭৪৬
আবু হাসসান থেকে বর্নিত, তিনি বলেন, আব্বাসীয়দের মধ্যে তিনজন বাদশাহ এমন হওয়া জরুরী, যাদের নামের প্রথম অংশ হবে, ‘আইন’।
حدثنا
ضمرة عن أبي حسان بن نويه قال
لا بد من أن
يملك من بني العباس ثلاثة أول أساميهم
عين
ما تقدم إلى الناس في خروج البربر وأهل المغرب