আল ফিতন

إجتماع الناس بمكة وبيعتهم للمهدي فيها وما يكون تلك السنة بمكة من

পৃষ্ঠা - ৯৯৯
হযরত আবু জা’ফর রাযিয়াল্লাহু আনহু হতে বর্র্ণিত যে, তিনি বলেন অতপর ঈসার সময় মক্কায় মাহদী আলাইহিস সালাম বের হবে। আর তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ঝান্ডা. তার জামা ও তার তরবারী থাকবে। (তার সাথে) নিদর্শন সমূহ, নূর বা আলো, বয়ান বা প্রকাশ্য আলামত থাকবে। অতপর যখন তিনি ঈসার নামাজ আদায় করবেন। তখন তার উচ্চ স্বর দ্বারা আওয়াজ করে সম্বোধন করে বলবেন- হে মানুষ সকল! আমি তোমাদের নিকট আল্লাহ তা’আলার আলোচনা করছি। এবং তোমাদের প্রভূর সামনে তোমাদের অবস্থান বর্ণনা করছি। আর তিনি হুজ্জত বা দলীল গ্রহন করেছেন। নবীগণ প্রেরণ করেছেন। কিতান অবতীর্ণ করেছেন। আর তোমদের এমর্মে আদেশ দিয়েছেন যে, তোমরা তার সাথে কোন কিছুর শরীক বা অংশীদারিত্ব করিও না। আর তোমরা তার অনুগত্য তার তার রাসূলের অনুগত্যতা সর্বদা সংরক্ষণ করবে। কুরআন যা জীবিত করেছে তা তোমরা জীবিত করবে। আর কুরআন যা মৃত করেছে তা তোমরা মৃত করবে। আর তোমরা হেদায়াতের সাহায্যকারী হবে। আর তাকওয়া বা খোদা ভীতির সংরক্ষণকারী হবে। কেননা দুনিয়ার পতন ও ধ্বংস অতি নিকটবর্তী। আর পৃথীবিকে বিদায়ের অনুমতি দেওয়া হয়েছে। সুতরাং আমি তোমাদেরকে আল্লাহ তা’আলা ও তার রাসূলের প্রতি, কিতাব অনুযায়ী আমল করার প্রতি. বাতিলকে ধ্বংস করার প্রতি, তার সুন্নাতকে জীবিত করার প্রতি আহবান করছি। অতপর তিনশত তেরো জন পুরুষ প্রকাশ পাবে। যা বদর যুদ্ধের সাহাবীদের পরিমান। অনির্দিষ্ট ভাবে শরৎকালের আওয়াজের ন্যায়। রাতের রুহবান তথা সন্ন্যাসীর ন্যায়। দিনের সিংহের ন্যায়। অতপর আল্লাহ তা’আলা মাহদী আলাইহিস সালামের জন্য হিজাজের ভূমি উন্মুক্ত করে দিবেন। বনি হাশেমের যারা কয়েদখানায় থাকবে তারা বের হতে চাইবে। আর কালো ঝান্ডাবাহী দল কূফায় অবস্থান নিবে। অতপর বাইয়াত গ্রহণের জন্য মাহদী আলাইহিস সালামের নিকট প্রতিনিধি প্রেরণ করবে। এবং মাহদী আলাইহিস সালাম তার সৈন্য দলকে দিকে দিকে পাঠাবেন। অন্যায় তার পরিবার সহ মারা যাবে। তার জন্য বাগান সোজা হয়ে দাড়ােেব। (শান্তি ফিরে আসবে।) আর আল্লাহা তা’আলা তার হাতে কুসতুনতুনিয়ার বিজয় দান করবেন।
حدثنا سعيد أبو عثمان عن جابر
عن أبي جعفر قال ثم يظهر المهدي بمكة عند العشاء ومعه راية رسول الله صلى الله
عليه وسلم وقميصه وسيفه وعلامات ونور وبيان فإذا صلى العشاء نادى بأعلى صوته يقول
أذكركم الله أيها الناس ومقامكم بين يدي ربكم فقد اتخذ الحجة وبعث الأنبياء وأنزل
ال
كتاب
وأمركم أن لا تشركوا به
شيئا وأن تحافظوا على طاعته وطاعة رسوله وأن تحيوا ما أحيا القرآن وتميتوا ما أمات
وتكونوا أعوانا على الهدى ووزرا على التقوى فإن الدنيا قد دنا فناؤها وزوالها وأذنت
بالوداع فإني أدعوكم إلى الله وإلى رسوله والعمل ب
كتاب
ه وإماتة الباطل وإحياء سنته فيظهر في ثلثمائة وثلاثة عشر
رجلا عدة أهل بدر على غير ميعاد قرعا كقرع الخريف رهبان بالليل أسد بالنهار فيفتح
الله للمهدي أرض الحجاز ويستخرج من كان في السجن من بني هاشم وتنزل الرايات السود
الكوفة فيبعث بالبيعة إلى المهدي ويبعث المهدي جنوده في الآفاق ويميت الجور وأهله
وتستقيم له البلدان ويفتح الله على يديه القسطنطينية