আল ফিতন

إجتماع الناس بمكة وبيعتهم للمهدي فيها وما يكون تلك السنة بمكة من

পৃষ্ঠা - ৯৮৭
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত যে, তিনি বলেন তিনি বলেন মানুষ একসাথে হজ্ব আদায় করবে। তারা একসাথে অন্য ইমামের উপর আরাফায় অবস্থান করবে। এরই মাঝে তারা মিনায় অবস্থান নিবে, আর তখনই তাদেরকে কুকুরের মত ধরবে। তখন তাদের গোত্রগুলি একে অপরের সাথে বিদ্রোহ শুরু করবে। অতপর তারা যুদ্ধ করবে। ফলে আকাবাতে তাদের রক্ত পৌছে যাবে। তখন তারা তাদের মঙ্গলের দিকে ভীতিগ্রস্থ হয়ে পড়বে। অতপর সে তাদের নিকট আসবে। আর তার চেহারা কা’বার দিকে লাগানো বা সংযুক্ত থাকবে। সে কাঁদবে কেমন যেন আমি তাকে ও তার চোখের পানি দেখছি। অতপর তারা বলবে আপনি আসুন। যাতে আমরা আপনাার নিকট বাইয়াত গ্রহন করতে পারি। অতপর সে বলবে, হায় তোমাদের আফসোস! এমন অঙ্গীকারের যা তোমরা ভঙ্গ করেছ। আর কতইনা রক্ত তোমরা ঝরিয়েছ। অতপর অনিচ্ছা সত্বেও তারা তার বাইয়াত গ্রহন করবে। যদি তোমরা তাকে পাও তাহলে তার নিকট বাইয়াত গ্রহন করিও। কেননা সে দুনিয়াতে মাহদী। আখেরাতেও মাহদী।
قال أبو يوسف فحدثني محمد بن عبيد الله عن عمرو بن شعيب عن أبيه
عن
عبد الله بن عمرو رضى الله عنهما قال يحج الناس معا ويعرفون معا على غير إمام
فبينما هم نزول بمنى إذ أخذهم كالكلب فثارت القبائل بعضهم إلى بعض فاقتتلوا حتى
تسيل العقبة دما فيفزعون إلى خيرهم فيأتونه وهو ملصق وجهه إلى الكعبة يبكي كأني
أنظر [ إليه و ] إلى دموعه فيقولون هلم فانبايعك فيقول ويحكم من عهد [ قد ] نقضتموه
وكم من دم قد سفكتموه فيبايع كرها فإن أدركتموه فبايعوه فإنه المهدي في الأرض
والمهدي في السماء