আল ফিতন

علامة أخرى عند خروج المهدي

পৃষ্ঠা - ৯৮৫
হযরত আরতাত থেকে বর্ণিত যে, তিনি বলেন যখন মানুষ মিনা ও আরাফাতে থাকবে এবং সেখানে গোত্র দলভূক্ত হওয়ার পর একজন সম্বোধনকারী সম্বোধন করে বলবে- তোমরা ভালভাবে জেনে রাখ যে, তোমাদের আমীর বা নেতা হল অমুক। আর ইহার পরপরই আরেকটি আওয়াজ হবে। যাতে বল হবে- তোমরা ভালভাবে জেনে রাখ যে, সে মিথ্যা বলছে। এবং ইহার পরপরও আরেকটি আওয়াজ হবে। যাতে বলা হবে- যে সে (প্রথম আওয়াজ) সত্য বলেছে। অতপর তারা ভীষণ যুদ্ধ করবে। অতপর বারাযেআ’ এর অস্ত্র সস্ত্র মহিমান্বিত হবে। আর সেটা হল বারাযেআ’ এর সৈন্য। আর ঐ সময় তারা আকাশে শিক্ষা দানকারী হাতের তালু দেখবে। অতপর তাদের যুদ্ধ ভীষণাকার ধারণ করবে। এমনকি আহলে বদরের (বদর যুেেদ্ধর মুসলমানদের সংখ্যার) পরিমান ব্যতীত সত্যের সাহায্যকারী এক জনও জীবিত থাকবে না। অতপর তারা চলে যাবে। এমনকি তাদের সাথির নিকট বাইয়াত গ্রহন করবে।
حدثنا الحكيم بن نافع عن جراح
عن أرطاة قال إذا كان الناس بمنى وعرفات
نادى مناد
بعد أن تحازب القبائل ألا إن
أميركم فلان ويتبعه صوت آخر ألا إنه قد كذب ويتبعه صوت آخر ألا أنه قد صدق فيقتتلون
قتالا شديدا فجل سلاحهم البراذع وهو جيش البراذع و
عند ذلك ترون كفا معلمة في السماء
ويشتد القتال حتى لا يبقى من أنصار الحق إلا عدة أهل بدر فيذهبون حتى يبايعون
صاحبهم
إجتماع الناس بمكة وبيعتهم للمهدي فيها وما يكون تلك السنة بمكة من
الاختلاط والقتال وطلبهم المهدي بعد القتال واجتماعهم عليه