আল ফিতন

باب آخر من علامات المهدي في خروجه

পৃষ্ঠা - ৯৬১
হযরত আবু ফারেস হতে বর্র্ণিত যে, তিনি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাযিয়াল্লাহু আনহুমাকে বলতে শুনেছেন যে, মাহদী আলাইহিস সালামের অবির্ভাবের আালামত বা নিদর্শন হল যখন খোলা প্রান্তর সৈন্য সহকাররে ধসে যাবে। আর সেটাই হল মাহদী আলাইহিস সালামের বের হওয়ার আলামত।
حدثنا رشدين عن ابن لهيعة عن أبي قبيل
حدثنا ابن وهب عن ابن لهيعة عن فلان المعافري سمع أبا فراس
سمع عبد
الله بن عمرو بن العاص رضى الله عنهما يقول علامة خروج المهدي إذا خسف بجيش
بالبيداء فهو علامة خروج المهدي