আল ফিতন

الخسف بجيش السفياني الذي يبعثه إلى المهدي

পৃষ্ঠা - ৯৪৫
হযরত আবু জা’ফর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন যখন সুফইয়ানী পৌছবে এবং নিঃপাপ লোককে হত্যা করবে। আর সে হল ঐ ব্যক্তি যে তার উপর লিপিবদ্ধ হয়েছে। অতপর সকল মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হারাম তথা মদীনা হতে আল্লাহ তা’আলার হারাম তথা মক্কা নগরীতে ভেগে যাবে। অতপর যখন তার নিকট তাদের পালায়নের খবর পৌছবে তখন সে মদীনার উদ্দেশ্যে এক সৈন্য দল প্রেরণ করবে। যাদের নেতা হবে উন্মাদদের মধে থেকে এক জন। যখন তারা খোলা প্রান্তরে পৌছবে তখন যমিন তাদের নিয়ে ধসে যাবে। আর তাদের নেতা পালিয়ে যাবে। তারা উল্লেখ করেন যে, উক্ত আমীর হবে মাযহাজ থেকে। আবার কতিপয় রাবী বলেন উক্ত নেতা হবে কিলাব থেকে।
عن أبي جعفر قال
إذا بلغ السفياني
قتل النفس الزكية
وهو الذي كتب عليه فهرب
عامة المسلمين من حرم رسول الله صلى الله عليه وسلم إلى حرم الله تعالى بمكة فإذا
بلغه ذلك بعث جندا إلى المدينة عليهم رجل من كلب حتى إذا بلغوا البيداء خسف بهم
وينفلت أميرهم وذكروا أنه من مذحج وقال بعضهم من كلب