আল ফিতন

بعثه الجيوش إلى المدينة وما يصنع فيها من القتل

পৃষ্ঠা - ৯২৯
হযরত আবু জা’ফর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন যখন মদীনাবাসীদের নিকট এখবর পৌছবে যে, তাদের দিকে সৈন্য আসছে। তখন মদীনায় হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরিবার বর্গের যারা অবস্থান করবে তারা মদীনা হতে ভেগে মক্কায় চলে যাবে। আর সে সময় সমর্থবান ব্যক্তি দূর্বল ব্যক্তিকে, বড়রা ছোটদেরকে বহন করবে। অতপর তারা হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরিবারের থেকে এক ব্যক্তিকে পাবে। তাকে তারা আহযারুয যাইত নামক স্থানে (যবাহ করে) হত্যা করে দিবে।
عن أبي جعفر
قال فيبلغ أهل المدينة فيخرج الجيش إليهم فيهرب منها من كان من آل محمد صلى الله
عليه وسلم إلى مكة يحمل الشديد الضعيف والكبير الصغير
فيدركون نفسا من آل محمد صلى
الله عليه وسلم فيذبحونه
عند أحجار الزيت