আল ফিতন

بعثه الجيوش إلى المدينة وما يصنع فيها من القتل

পৃষ্ঠা - ৯২২
হযরত আলী ইবনে আবু তালেব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন কূফায় ধ্বংসযজ্ঞ চালানের পর সুফইয়ানী ঐ ব্যক্তির নিকট পত্র লিখবে যে তার সৈন্যদল নিয়ে কূফায় এসেছে। সে পত্রে তাকে হিজাজের দিকে অগ্রসর হওয়ার আদেশ দিবে। ফলে সে মদীনার দিকে অগ্রসর হবে। অতপর সে কুরাইশের উপর অস্ত্র ধারণ করবে। অতপর তাদের থেকে ও আননারদের থেকে চারশত লোককে হত্যা করবে। মহিলাদের পেট চিড়বে। শিশুদেও হত্যা করবে। আর কুরাইশের দুইজন ব্যক্তিকে হত্যা করবে। একজন পুরূষ ও তার বোনকে। তাদেরকে মুহাম্মাদ ও ফাতেমা বলা হবে। এবং তাদেরকে মদীনার মসজিদের গেটে তাদেও শুলে চড়ানো হবে।
جعفر
عن علي بن أبي طالب رضى الله عنه قال يكتب السفياني إلى الذي دخل الكوفة
بخيله بعدما يعركها عرك الأديم يأمره بالسير إلى الحجاز فيسير إلى المدينة فيضع
السيف في قريش فيقتل منهم ومن الأنصار أربعمائة رجل ويبقر البطون ويقتل الولدان
ويقتل أخوين من قريش رجل وأخته يقال لهما محمد وفاطمة ويصلبهما على باب المسجد
بالمدينة