আল ফিতন

الرايات السود للمهدي بعد رايات بني العباس وما يكون بينهم وبين أصحاب

পৃষ্ঠা - ৯১০
হযরত কা’ব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন যখন তুমি দেখবে যে, বনু আব্বাস শোষিত হয়। এবং সিরিয়ার যাইতুন গাছের সাথে কালো ঝান্ডবাহী দলের ঘোড়ার খূর সংযুক্ত হয়। আবং আল্লাহ তা’আলা তাদের জন্য রক্তবর্ণ ধ্বংশ করে দেন। এবং তাকেহত্যা করবেন এমতবস্থায় যে, তার পরিবারের সাধারণ সদস্যরা তাদের হাতে থাকবে। এমনকি তাদের মধ্য থেকে কোন উমাইয়া বংশীয় কোন লোক থাকবে না বরং সকলেই ভেগে যাবে। অথবা আত্মগোপণ করবে। এবং বনু জা’ফর ও বনু আব্বাসের দাস রহিত হয়ে যাবে। এবং ইবনু আকেলাতুল আকবাদ দামেস্কের সিংহাসনে বসবে। এবং বর্বর জাতি সিরিয়ার দিকে বের হবে। আর সেটাই মাহদী আলাইহিস সালামের অবির্ভাবের আলামত।
حدثنا عبد الله بن مروان عن أرطاة عن
تبيع
عن كعب قال إذا رأيت رحا
بني العباس وربط أصحاب الرايات السود خيولهم
بزيتون الشام ويهلك الله لهم الأصهب ويقتله وعامة أهل بيته على أيديهم حتى لا يبقى
أموي منهم إلا هارب أو مختفي ويسقط السعفتان بنوا جعفر وبنوا العباس ويجلس ابن آكلة
الأكباد على منبر دمشق ويخرج البربر إلى سره الشام فهو علامة خروج المهدي