আল ফিতন

الرايات السود للمهدي بعد رايات بني العباس وما يكون بينهم وبين أصحاب

পৃষ্ঠা - ৮৯৫
হযরত আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকটে বসা ছিলাম। এমতবস্থায় হঠাৎ বনু হাশেমের একজন তরুন আসল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রং পরিবর্তন হয়ে গেল। অতপর আমরা বললাম হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি অবতীর্ণ হয়েছে? আমরা আপনার চেহারায় এমন কিছু দেখছি যা আমরা অপছন্দ করি। অতপর তিনি বললেন আমরা এমন অধিবাসী যাদের জন্য আল্লাহ তা’আলা দুনিয়ার শেষ গ্রহণ করেছেন। অর্থাৎ যাদেরকে দুনিয়ার শেষ বয়সে কিয়ামাতের পূর্বে পাঠিয়েছেন। আর আমার ঘরের অধিবাসী ঐসমস্ত লোক যারা অচিরেই আমার পরে বিপদ, দেশ থেকে বিতাড়ন, ঘর থেকে বিতাড়নের কারণে নিহত হবে। এমনকি এখাসে পূর্ব দিক হতে একটি জাতি আসবে। যারা কালো ঝান্ডাবাহী হবে। তারা হক চাইবে। কিন্তু তাদেরকে দুই বার কিংবা তিন বার দেওয়া হবে না। ফলে তারা যুদ্ধ করবে। তারপর তারা সাহায্য করবে। অতপর তারা যা চেয়েছিল তা দিবে। কিন্তু তারা তা ততক্ষণ পর্যন্ত গ্রহণ করবে না, যতক্ষণ পর্যন্ত উহা আমার ঘরের অধিবাসীদের এক জনের উপর ন্যাস্ত না করা হয়। (তা দেওয়ার পর) সে উহাকে ন্যয়পরায়ণতা দ্বারা পরিপূর্ণ করে দিবে যেমনি ভাবে তারা উহাকে অন্ধকার দ্বারা ভরে দিয়েছিল। আর তোমাদের মধ্যে যে উহা পাবে সে যেন তাকে হামাগুড়ি দিয়ে হলেও তাকে এক খন্ড বরফ দেয়। কেননা সে হল মাহদী আলাইহিস সালাম ।
حدثنا محمد بن فضيل وعبد الله بن إدريس وجرير عن يزيد بن أبي
زياد عن إبراهيم عن علقمة
عن عبد الله رضى الله عنه قال بينما نحن عند رسول
الله صلى الله عليه وسلم إذ جاء فتية من بني هاشم فتغير لونه
فقلنا يا رسول
الله ما نزل نرى في وجهك شيئا نكرهه
فقال إنا أهل بيت اختار الله لنا الآخرة
على الدنيا وإن أهل بيتي هؤلاء سيقتلون بعدي بلاء وتطريدا وتشريدا حتى يأتي قوم من
هاهنا
من نحو المشرق أصحاب رايات سود يسألون الحق فلا يعطونه مرتين أو
ثلاثا فيقاتلون فينصرون فيعطون ما سألوا فلا يقبلوها حتى يدفعوها إلى رجل من أهل
بيتي فيملؤها عدلا كما ملؤها ظلما فمن أدرك ذلك منكم فليأتهم ولو حبوا على الثلج
فإنه المهدي