আল ফিতন

ما يكون من السفياني في جوف بغداد ومدينة الزوراء إذا بلغ بعثه العراق

পৃষ্ঠা - ৮৮৪
হযরত আবু জা’ফর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন যখন সুফইয়ানী আবকাত, মানসূর, কিনদি, তূর্ক, ও রোমে প্রকাশ পাবে তখন সে বের হবে এবং কূফার দিকে যাবে। অতপর চিকিৎসা বা আরোগ্য ওয়ালা উথিত হবে। আর সেখানেই হালাকু আব্দুল্লাহ থাকবে। আর সে অপসারিতকে অপসারিত করবে। আর সে মদীনয়ে যাহরার অধিবাসীদের অজ্ঞাতে তাদের মাঝে সম্পৃক্ত হয়ে যাবে। অতপর শহরে চাপ সৃষ্টির কারণে আখওয়াছ তথা ছোট চোখ বিশিষ্ট হওয়া প্রকাশ পাবে। ফলে সেখানে অনেক বড় একটা যুদ্ধ হবে। আর সে যুদ্ধে আব্বাসের বংশধরের ছয় জন নেতাকে হত্যা করা হবে। আর সেখানে বড় হত্যাযজ্ঞ হবে। অতপর সে কূফার দিকে যাবে।
حدثنا أبو عثمان عن جابر عن أبي جعفر قال
إذا ظهر
السفياني على الأبقع وعلى المنصور والكندي والترك والروم خرج وصار إلى العراق ثم
يطلع القرن ذو الشفاء فعند ذلك هلاك عبد الله ويخلع المخلوع وينتسب [ إلى ] أقوام
في مدينة الزوراء على جهل فيظهر الأخوص على مدينة عنوة فيقتل بها مقتلة عظيمة ويقتل
ستة أكبش من آل العباس ويذبح فيها ذبحا صبرا ثم يخرج إلى الكوفة