আল ফিতন

ما يكون بين أهل الشام وبين ملك من بني العباس بين الرقة وما يكون من

পৃষ্ঠা - ৮৮০
হযরত ইবনে মাসউদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন আব্বাসীয় বংশধরের সপ্তম পুরুষ মানুষদের কে যুদ্ধের দিকে ডাকবে। আর মানুষ তার ডাকে যুদ্ধের দিকে সাড়া দিবে না। অতপর সে বলবে আমি তোমাদের মাঝে হযরত আবু বকর রাযিয়াল্লাহু আনহু ও হযরত ওমর রাযিয়াল্লাহু আনহু এর রীতিনীতি চালু করবো। আর যুদ্ধলব্ধ সম্পদ সমান ভাগে ভাগ করে দিব। তখন তার নিজের ঘরের লোকজন বলবে তুমি কি আমাদেরকে আমাদের জীবন চলার পথ থেকে বের করে দিতে চাও? ফলে তারা তার কথার উপর অস্বীকৃতি জানাবে। অতপর সে তার ঘরের কয়েকজন লোককে হত্যা করবে। অতপর তারা তাদের মাঝে যে বিষয় থাকবে তার ভিতর মতানৈক্য করবে। আর ঐ সময়ই ফাহারের বংশধরের থেকে এক লোক বের হবে। সে বরবর লোকদেরকে একত্রিত করবে। অতপর মিসরের মিম্বার সমূহ দখল করবে। অতপর আবু সুফিয়ানের বংশধরের থেকে একজন লোক বের হবে। আর যখন ফাহারের বংশের লোকটির নিকট উক্ত ব্যক্তির বের হওয়ার খবর পৌছবে তখন তারা তিনটি দলে বিভক্ত হয়ে যাবে।
حدثنا أبو عمر عن ابن لهيعة عن عبد الوهاب بن حسين
عن
محمد بن ثابت عن أبيه عن الحارث
عن ابن مسعود قال السابع من ولد العباس يدعو
الناس إلى العرك فلا يجيبونه إلى ذلك فيقول إني أسير فيكم بسيرة أبي بكر وعمر رضى
الله عنهما وأقسم الفيء يالسوية فيقول له أهل بيته أتريد أن تخرجنا من معايشنا
فيأبون عليه فيقتل من أهل بيته عدة فيختلفون فيما بينهم فعند ذلك يخرج رجل من ولد
فهر يجمع من بربر حتى يأخذ منابر مصر ثم يخرج رجل من ولد أبي سفيان فإذا بلغ الفهري
خروجه افترقوا ثلاث فرق إلى آخر الحديث