আল ফিতন

ما يكون بين أهل الشام وبين ملك من بني العباس بين الرقة وما يكون من

পৃষ্ঠা - ৮৭৬
হযরত ইয়াকুব ইবনে ইসহাক হতে বর্ণিত যে, তিনি বলেন একজন লোক যে ফিতানের আলামত হবে। তিনি বলেন সে রিক্কায় অবস্থান নিবে। আর সে হবে আব্বাসীয় বংশভূত একজন লোক। অতপর সে সেখান দুই বছর অবস্থান করবে। অতপর সে রোমের বিরুদ্ধে যুদ্ধ করবে। অতপর সে রোমের উপর যতটনা বিপদের কারণ হবে তার বেশী বিপদের কারণ হবে মুসলমানদের উপর। অতপর সে যুদ্ধ হতে রিক্কাতে ফিরে আসবে। অতপর তার নিকট পূর্বাঞ্চল হতে যা সে অপছন্দ করে তা তার নিকট আসবে। অতপর সে সিরক এ ফিরে যাবে। কিন্তু সে সেখান থেকে এর ফিরে আসবে না। অতপর তার পুত্র তার স্থলাভিষিক্ত হবে। আর তার মাথার উপরেই সুফইয়ানির অর্বিভাব হবে। এবং তার রাজত্ব কাটা পড়বে। (অর্থাত তার আমলেই সুফিয়ানী বের হবে। এবং তার মাধমেই তাদের রাজত্ব শেষ হবে।
حدثنا عبد الله بن مروان عمن حدثه عن يعقوب بن إسحاق وكان رجلا علامة في
الفتن
قال
ينزل الرقة رجل من
ولد العباس فيمكث فيها سنتين ثم يغزو الروم فتكون بليته على المسلمين أعظم من بليته
على الروم ثم يرجع من غزوة إلى الرقة فيأتيه من المشرق ما يكره فيرجع إلى الشرق فلا
يرجع منها ثم يولي ابنه فعلى رأسه يكون خروج السفياني وانقطاع ملكهم