আল ফিতন

ما يكون بين أهل الشام وبين ملك من بني العباس بين الرقة وما يكون من

পৃষ্ঠা - ৮৭৩
হযরত ওয়ালিদ ইবনে হিশাম হতে বর্ণিত যে, তিনি বলেন তারা সেখানে প্রচন্ড যুদ্ধ করবে। অতপর আমরা তাদের এভাবে বর্ণনা করলাম। যখন সুফিয়ানী তাদের নিয়ে বিদ্রোহ করবে, তখন উভয় দল ছত্রভঙ্গ হয়ে যাবে। এমনকি আল্লাহ তা’আলা তাদেরকে কূফায় প্রবেশ করাবেন। ফলে দিনের প্রথমাংশ হবে তাদের জন্য। আর শেষাংশ হবে তাদের বিরুদ্ধে।
قال الوليد فأخبرني أبو عبد الله عن الوليد بن هشام قال
يقتتلون هنالك قتالا شديدا فبيناهم كذلك إذ ثار بهم السفياني فيهزم الفريقين
حتى يدخلهم الله الكوفة فيكون أول النهار له وآخره عليه