আল ফিতন

في الرايات التي تفترق في أرض مصر والشام وغيرها والسفياني وظهوره عليهم

পৃষ্ঠা - ৮৫৫
হযরত যি করনাত রহঃ থেকে বর্নিত, তিনি বলেন, যকন তুমি বনু উমাইয়ার জনৈক ল্যাংড়া লোককে মিশরে দেখতে পাবে তখন দ্রুত তুমি নিজের তাবু থেকে বের হয়ে যাও কেননা, তাকে তার ঘরের এক লোক হত্যা করবে। অতঃপর তাদের প্রতি শাম দেশ থেকে একটি বিশাল বাহিনী প্রেরন করা হবে। তখন কিন্দার এক লোক তার প্রতি তাবুর খূটি নিক্ষেপ করবে। তাদের অনুসরন করে প্রথম এবং দ্বিতীয় দল মারা যাবে এবং বলবে আমিই তোমাদের জন্য এক্ষেত্রে যথেষ্ট। তারা তখন বাহিনী সহকারে এগিয়ে আসবে এবং ঐ লোককে এবং তার অনুসারীকে হত্যা করবে। এক পর্যায়ে মিশর বাসিকে অবরুদ্ধ করে রাখবে এবং তাদের মাজন বাজারের দিকে নিয়ে যাবে।
رشدين عن ابن لهيعة عن أبي زرعة عن صباح عن سعيد بن الأسود
عن ذي قرنات قال
إذا
رأيت رجلا أعرج من بني أمية على مصر
فاخرج من الفسطاط على رأس بريد فإنه يقتله رجل
من أهل بيته ثم يبعث إليهم أهل الشام جيشا
فيلقاهم رجل من كنده
بالعريش فيمت
بطاعتهم الأولى والآخرة ويقول أنا أكفيكم هذا الأمر فيقبل بالجيش فيقتل ذلك الرجل
ومن يتابعه حتى يسبي أهل مصر ويتبعونهم بسوق مازن
وأهل المشرق والسفياني والمروانيين في أرض الشام وخارج منها إلى العراق
ما يكون بين بني العباس