আল ফিতন

في الرايات التي تفترق في أرض مصر والشام وغيرها والسفياني وظهوره عليهم

পৃষ্ঠা - ৮৪৯
হযরত আবু জাফর রহঃ থেকে বর্নিত, তিনি বলেন, যখন আবকা নামক লোকটি বিশালদেহী কিছু লোককে সাথে নিয়ে জয়লাভ করবে তখন তাদের মধ্যে মারাত্নক এবং ভয়াবহ এক যুদ্ধ সংঘঠিত হবে। অতঃপর সুফিয়ানী মালউন আত্নপ্রকাশ করে তাদের উভয়ের সাথে যুদ্ধ করে উভয়ের উপর জয়লাভ করবে। অতঃপর মনসূর আল-ইয়ামানী সানা থেকে স্বসস্ত্র অবস্থায় তাদের উপর হামলা করবে। তার কঠোরতা অনেক বেশি হবে, যার কারনে মানুষকে জাহেলী যুগের ন্যায় নির্মমভাবে হত্যা করবে। সে এবং আখওস আর তার অধীনস্থরা পরস্পরের সাথে স্বাক্ষাৎ করবে কাপড়-চোপড় রক্তে রঞ্জিত অবস্থায়। তাদের মাঝে আবারো ভয়াবহ যুদ্ধ হবে। আখওসে সুফিয়ানী জয়লাভ করবে। এরপর রোম বাসিরাও জয়লাভ করে শাম দেশে যেতে থাকবে। এরপর সুফিয়ানী ও কিন্দার সুন্দর একটা স্থানে আত্নপ্রকাশ করবে। সে যখন সামা পাহাড়ে আরোহন করবে তখন এগিয়ে আসবে এবং ইরাকের দিকে যেতে থাকবে। অবশ্যই এর পূর্বে কূফা নগরীতে বারো প্রকারের প্রসিদ্ধ ঝান্ডা উত্তোলন করা হবে এবং কূফায় হযরত হাসান কিংবা হোসাইন রাযিঃ এর সন্তানদের একজনকে হত্যা করা হবে। যে লোকজনকে তার পিতার প্রতি দাওয়াত দিচ্ছিল। মাওয়ালীদের একজন প্রকাশ পাবে। যখন তার সার্বিক অবস্থা স্পষ্ট হয়ে যাবে এবং ব্যাপকহারে লোকজনকে হত্যা করা হবে তখন তাকে হত্যা করার জন্য সুফিয়ানী এগিয়ে আসবে এবং সে সফল হবে।
عن أبي جعفر قال إذا ظهر
الأبقع
مع قوم ذوي أجسام فتكون بينهم ملحمة عظيمة ثم يظهر
الأخوص السفياني الملعون
فيقاتلهما جميعا فيظهر عليهما جميعا ثم يسير إليهم
منصور اليماني من صنعاء
بجنوده
وله فورة شديدة يستقتل الناس قتل الجاهلية فيلتقي هو والأخوص وراياتهم صفر وثيابهم
ملونة فيكون بينهما قتال شديد ثم يظهر الأخوص السفياني عليه ثم يظهر الروم وخروج
إلى الشام ثم يظهر الأخوص ثم يظهر الكندي في شارة حسنة فإذا بلغ تل سما فأقبل ثم
يسير إلى العراق وترفع قبل ذلك ثنتا عشرة راية بالكوفة معروفة منسوبة ويقتل بالكوفة
رجل من ولد الحسن أو الحسين يدعو إلى أبيه ويظهر رجل من الموالي فإذا استبان أمره
وأسرف في القتل قتله السفياني