আল ফিতন

في الرايات التي تفترق في أرض مصر والشام وغيرها والسفياني وظهوره عليهم

পৃষ্ঠা - ৮৪২
হযরত যি করনাত থেকে বর্নিত, তিনি বলেন, লোকজন সফর মাসে বিভিন্ন ধরনের মতবিরোধে লিপ্ত হয়ে যাবে এবং চার জন লোকের উপর ভিত্তি করে বিক্ষিপ্তও হয়ে যাবে। একজন হবে মক্কাতে আশ্রয় গ্রহণকারী, অন্য দুইজন শাম দেশের বাসিন্দা। তার মধ্যে একজন সুফিয়ানী, অন্যজন হাকামের বংশধর, শুভ্র রংয়ের অধিকারী আসহার নামের। চতুর্থ হচ্ছেন, মিশরের বাসিন্দা প্রতাপশালী। এরা মোট চারজন।
سعيد بن الأسود عن ذي قرنات قال
يختلف الناس في صفر ويفترق الناس على أربعة نفر
رجل بمكة العائذ ورجلين بالشام أحدهما السفياني والآخر من ولد الحكم أزرق أصهب ورجل
من أهل مصر جبار فذلك أربعة