আল ফিতন

في الرايات التي تفترق في أرض مصر والشام وغيرها والسفياني وظهوره عليهم

পৃষ্ঠা - ৮৪০
হযরত কা’ব রহঃ থেকে বর্নিত, তিনি বলেন, তৎকালীন যুগের অন্ধকারাচ্ছন্নতায় নিমজ্জিত লোকজন খুনোখুনির জন্য একত্রিত হবে। এক পর্যায়ে তারা তাদের দুশমনদেরকে নিজের এবং দেশের বন্ধু মনে করবে। তাদের সবচেয়ে অনিষ্টতার মূল লোকটি এগিয়ে আসলে তারা তাকে চিনতে পারবেনা। সে একজন মধ্যবর্তী লোক এবং কোকড়ানো চুল ও কুটরাগত চোখ বিশিষ্ট। তার উভয় চোখ হবে ভ্রু শুন্য। যে যুগের শেষের দিকে তারা বিশৃঙ্খলা ও খুনোখুনি করার জন্য জমা হবে তখন সে মনসূরের দিকে দৃষ্টিপাত করলে, তৎক্ষনাৎ মনসূর মৃত্যু কোলে ঢলে পড়বে। তারা ঐ সময় বিভিন্ন শহরে বিক্ষিপ্ত হয়ে পড়বে। তাদের কাছে সংবাদটি পৌছার সাথে সাথে সকলে দৌড় দিয়ে এসে আব্দুল্লাহর হাতে বাইয়াত গ্রহন করবে। এবং সুফিয়ানী ফেরৎ যাবে এক পর্যায়ে পশ্চিমারা জমায়েত বে, এমন জমায়েত যা ইতিপূর্বে কখনো দেখা যায়নি। অতঃপর কূফা থেকে একদল সৈন্য বের হয়ে আসবে। অন্যদিকে বসরা থেকেও সৈন্য বের হবে। তখনই জ্বলে-পুড়ে এবং ড়ুবে গিয়ে সর্বসাধারন ধ্বংস হয়ে যাবে। এসময় কূফা নগরীতে বিভিন্ন ধরনের আঘাত আসতে থাকবে পশ্চিমাদের পক্ষ থেকে আরেকদল প্রকাশ পাবে, আর তখনই ঘটে যাবে ছোট খাট একটা বিপ্লব। ঐ সময় আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহর ধ্বংস হবে। অতঃপর সকলে হিমস নগরীতে হামলা করে বসবে এবং দিমাশকে আগুন দেয়া হবে। ফিলিস্তিন থেকে এক লোক বের হয়ে আসবে এবং যারা তার কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করবে বিজয়ী হবে। তার হাতেই মূলতঃ মাশরিক বাহিনী ধ্বংস হবে, তার রাজত্ব স্থায়ী থাকবে মহিলাদের পেটে গর্ভের সন্তান থাকার সময় পর্যন্ত। তার জন্য কূফার সৈন্য বাহিনী থেকে তিনটি দল এগিয়ে আসবে। এসময় কুরাইশ বংশের বিভিন্ন ঘর আক্রান্ত হবে এবং তাদের দিন যাপন করা কঠিন হয়ে পড়বে।
عن
كعب قال يجتمع للسفاح ظلمة أهل ذلك الزمان حتى اذا كانوا حيث ينظرون الى عدوه وظنوا
أنهم موافقوا بلادهم أقبل رأس طاغيتهم لم يعرف قبل ذلك وهو رجل ربعة جعد الشعر غائر
العينين مشرف الحاجبين مصفار حتى اذا نظر الى المنصور في اخر تلك السنة الذي يجتمع
فيها ظلمة اهل ذلك الزمان للسفاح يموت المنصور وهم مفترقون في غير بلدة واحدة فإذا
إنتهى إليهم الخبر ضربوا حيث كانوا فيبايعون لعبد الله و
يرجع السفياني فيدعوا
بجماعة [ من ] أهل المغرب
فيجتمعون ما لم يجتمعوا لأحد قط لما سبق في علم الله
تعالى ثم يقطع بعثا من الكوفة فإن يكن البعث من البصرة فعند ذلك يهلك عامتهم من
الحرق والغرق ويكون حينئذ بالكوفة حسف وإن يكن البعث من قبل المغرب كانت الوقعة
الصغرى فويل عند ذلك لعبد الله من عبد الله [ ثم ] يثور بحمص ويوقد بدمشق ويخرج
بفلسطين رجل يظهر على من ناوأه على يديه هلاك أهل المشرق يملك حمل إمرأة تخرج له
ثلأثة جيوش الى كوفان يصيبون بها أبيات من قريش يستنقذون من يومهم