আল ফিতন

في الرايات التي تفترق في أرض مصر والشام وغيرها والسفياني وظهوره عليهم

পৃষ্ঠা - ৮৩৭
হযরত সাঈদ ইবনে আসওয়াদ, যু করনাত থেকে হাদীস বর্ননা করেন, তিনি বলেন, লোকজন চারদলে বিভক্ত হয়ে যাবে। দুইজন হবে শাম দেশে। অন্য জন হবে হাকাম বংশ থেকে শুভ্র রংয়ের অধিকারী আসহাব নামক এক লোকল অন্য আরেক জন হচ্ছে, মুজার গোত্রের একটু খাটো প্রকৃতির, যে কঠিন স্বভাবের। তৃতীয় জন হচ্ছে, সুফিয়ানী আর চতুর্থজন হলো, মক্কা নগরীতে গিয়ে আশ্রয় গ্রহন কারী। মোট এ চারজন লোক চার দলের নেতৃত্ব দিবে।
ابن لهيعة عن أبي قبيل عن سعيد بن الأسود عن ذي قرنات قال
فتختلف الناس على
أربع نفر رجلان بالشام ورجل من آل الحكم أزرق أصهب ورجل من مضر قصير جبار والسفياني
و
العائذ بمكة
فذلك أربعة نفر