আল ফিতন

في الرايات التي تفترق في أرض مصر والشام وغيرها والسفياني وظهوره عليهم

পৃষ্ঠা - ৮৩৬
হযরত আবু জাফর রহঃ থেকে বর্নিত, তিনি বলেন, যখন তাদের বক্তব্যে মতপার্থক্য সৃষ্টি হবে এবং যুসশিফার আত্নপ্রকাশ হবে, তখন তোমাদের আর বেশিক্ষন অপেক্ষা করতে হবেনা এক পর্যায়ে মিশরে আবকাজাতির আবির্ভাব ঘটবে। তারা লোকজনকে হত্যা করতে করতে আরম পর্যন্ত পৌছিয়ে দিবে। অতঃপর মাশু গোত্র তাদের উপর হামলা করে বসবে এবং উভয়ের মধ্যে মারাত্নক একটা যুদ্ধ সংঘঠিত হবে। এরপর সুফিয়ানী মালউন প্রকাশ পাবে এবং উভয়ে জয়লাভ করবে। এর পূর্বে অবশ্যই কুফা নগরীতে প্রসিদ্ধ বারোটি ঝান্ডার প্রদর্শনী হবে। ইতোমধ্যে হোসাইন রাযিঃ এর বংশ ধরদের একদল কুফাতে আগমন করে মানুষকে তার পিতার দিকে আহবান করবে। এরপর সুফিয়ানী তার সৈন্যদেরকে সংবাদ সরবরাহ করবে।
عن أبي جعفر قال إذا اختلف كلمتهم و
طلع
القرن ذو الشفا
لم يلبثوا إلا يسيرا حتى يظهر
الأبقع
بمصر يقتلون الناس حتى يبلغوا
أرم ثم
يثور
المشوه
عليه فتكون بينهما ملحمة عظيمة ثم يظهر
السفياني
الملعون فيظهر
بهما جميعا ويرفع قبل ذلك ثنتي عشرة راية بالكوفة معروفة و
يقبل بالكوفة رجل من ولد
الحسين يدعوا إلى أبيه
ثم يبث السفياني جيوشه