আল ফিতন

بدء خروج السفياني

পৃষ্ঠা - ৮২৯
হযরত তাবী রহঃ থেকে বর্নিত, তিনি বলেন, যখনই শাম দেশে বায়দা নামক স্থানের পূর্বে কোনো বিদ্রোহ প্রকাশ পাবে প্রথম সেটা সুফিয়ানীকে গ্রাস করবে। এক পর্যায়ে হাদীস বর্ননাকারী লাইছ বলেন, উক্ত বিদ্রোহ তাবরিয়া নামক স্থানেও দেখা দিবে ফলে আমি দ্রুত গতিতে জাগ্রত হয়ে যাই এবং তার জন্য পাখার ব্যবস্থা করি হঠাৎ বুঝতে পারলাম যে, মারাত্নক ও ভয়ানক একটা রাত্র ছিল।
عن تبيع قال
إذا
كانت هدة بالشام
قبل البيداء فلا تبدوا أولا سفياني
قال الليث
كانت الهدة
بطبرية
فاستيقظت لها بالفسطاط ونخلع لها أجنحة فإذا هي ليلة طبرية