আল ফিতন

ما تقدم إلى الناس في خروج البربر وأهل المغرب

পৃষ্ঠা - ৭৬০
বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আ’স রাযিঃ থেকে বর্নিত, তিনি এরশাদ করেন, ফিৎনা ও খারাপিকে মোট সত্তর ভাগে বিভক্ত করা হয়েছে। তার থেকে ঊনসত্তর ভাগ হচ্ছে বর্বর জাতির মধ্যে, আর মাত্র এক অংশ হচ্ছে অন্য সকল মানুষের মধ্যে।
أبو عبد الرحمن الحبلى
عن عبد الله بن عمرو رضى الله عنهما قال
قسم الشر
سبعين
جزء فجعل
تسعة وستين جزء في البربر
وجزء واحدا في سائر الناس