আল ফিতন

بدؤ فتنة الشام

পৃষ্ঠা - ৬৬৪
আলী ইবনে আবু তালহা, কা’ব রহ থেকে বর্ননা করেন, তিনি এরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা এ পৃথিবীকে পাখির মত করে সৃষ্টি করেছেন এবং তার উভয় ডানা থেকে একটি রেখেছেন পূর্বদিকে, অন্যটি পশ্চিম দিকে। মাথাটি রেখেছেন শাম দেশে এবং মাথার সামনের অংশ যেটার সাথে পাখির ঠোট রয়েছে সেটা রাখা হলো হিমস শহর।

অতঃপর যখনই তার ঠোট দ্বারা মানুষকে আঘাত করবে এবং তার আঘাত দিমাশক পর্যন্ত পৌছে যাবে। মূলতঃ সেখানেই থাকবে তার অন্তর। যখন তার অন্তর নাড়াচড়া দিয়ে উঠবে তখনই তার শরীরে শিহরন দেখা দিবে। তার মাথার জন্য ও দুটি অংশ থাকবে, একটি অংশ হবে দিমাশকের পূর্বাকাশে, অন্যটি হবে পশ্চিমাকাশে যা হিমসের দিকে থাকবে, সেটা হবে মূলতঃ ভারী অংশ। 

অতঃপর ধীরে ধীরে মাথার অংশটি উভয় ডানার পালক গুলো উপড়ে ফেলতে থাকবে।
حدثنا عبد القدوس وعمرو بن الحارث قالا حدثنا عبد الله بن سالم
الحمصي عن علي بن أبي طلحة
عن كعب قال إن الله تعالى خلق الدنيا بمنزلة الطائر
فجعل الجناحين المشرق والمغرب وجعل الرأس الشام وجعل رأس الرأس حمص وفيها المنقار
فإذا نقص المنقار الناس وجعل الجؤجؤ دمشق وفيها القلب فإذا تحرك القلب تحرك الجسد
وللرأس ضربتان ضربة من
الجناح المشرقي وهي على دمشق
وضربة من
الجناح الغربي وهي على
حمص
وهي أثقلها ثم يقبل الرأس على الجناحين فينتفهما ريشة ريشة