আল ফিতন

ما يذكر من علامات من السماء فيها في انقطاع ملك بني العباس

পৃষ্ঠা - ৬৪৫
সাহাবী হযরত আবু হুরায়রা রাযিঃ হতে বর্নিত,তিনি বলেন,রমাযান মাসে এমন বিকট আওয়জ প্রকাশ পাবে, যদ্বারা ঘুমন্ত লোকজন জাগ্রত হয়ে যাবে এবং কুমারী নারীগন পরদা ছেড়ে বেরিয়ে পড়বে।শাওয়াল মাসে মহামারি দেখা দিবে।জিলক্বদ মাসে একগোত্র আরেক গোত্রের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাবে।এবং জিলহজ্ব মাসে পরস্পরের মাঝে খুন-খারাপি দেখা দিবে। অতঃপর মুহার্রম মাসে,মুহার্রম কি!এভাবে তিনবার উচ্চারন করার পর বললেন মুহাররম মাস হচ্ছে,তৎকালীন রাজা-বাদশাহদের রাজত্ব খতম হয়ে যাওয়ার মাস।
حدثنا شيخ من الكوفيين عن
ليث عن شهر بن حوشب
عن أبي هريرة رضى الله عنه قال في رمضان
هدة
توقظ النائم
وتخرج العواتق من خدورها وفي شوال
مهمهة
وفي ذي القعدة
تمشي القبائل
بعضها إلى بعض
وفي ذي الحجة
تهراق الدماء
وفي المحرم وما المحرم يقولها ثلاثا قال وهو
عند انقطاع
ملك هؤلاء