আল ফিতন

ما يذكر من علامات من السماء فيها في انقطاع ملك بني العباس

পৃষ্ঠা - ৬৩০
হযরত শহর ইব্নে হাওশব রহঃ থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের কাছে সংবাদ পৌছেছে, রাসূলুল্লাহ সাঃ এরশাদ করেন, রমাযান মাসে বিকট আওয়াজ প্রকাশ পাবে, শাওয়াল মাসে গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাবে। জিলকদ মাসে বিভিন্ন গোত্রের মাঝে যুদ্ধ হবে। জিলহজ্ব মাসে হাজীদের সম্পদ ছিনিয়ে নেয়া হবে। মহররম মাসে আসমানে এক ঘোষক ঘোষণা করবে,শুনে রাখ, নিঃসন্দেহে আল্লাহ তাআলার অকৃত্রিম বন্ধু হচ্ছে এমন লোক যার পিছনে অমুক ব্যক্তি রয়েছে। সুতরাং তোমরা তার কথা শুনো এবং অণগত কর।
حدثنا الوليد عن عنبسة
القرشي عن سلمة بن ابي سلمة
عن شهر بن حوشب قال بلغني أن رسول الله صلى الله
عليه وسلم قال يكون في
رمضان صوت
وفي شوال مهمهة وفي ذي القعدة تحارب القبائل وفي ذي
الحجة ينتهب الحاج وفي
المحرم ينادي منادى من السماء
ألا إن صفوة الله من خلفه فلان
فاسمعموا له وأطيعوا