আল ফিতন

ما يذكر من علامات من السماء فيها في انقطاع ملك بني العباس

পৃষ্ঠা - ৬২৯
হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যাব রহঃ থেকে বর্ণিত, তিনি বলেন, মুসলমানদের কাছে এমন এক যুগ আসবে যখন রমাযান মাসে বিকট আওয়াজ শুনা যাবে, শাওয়াল মাসে গুরুত্বপূর্ণ বিষয়ের আবির্ভাব হবে, জিলকদ্ব মাসে এক গোত্রের লোকজন অন্য গোত্রের উপর হামলে পড়বে। জিলহজ্ব মাসে হাজী সাহেবদের যাবতীয় রসদপত্র ছিনিয়ে নেয়া হবে। মুহাররম মাস সম্বন্ধে কি বলব; মুহাররম মাস, যেটা সম্বন্ধে কিই বা বলার আছে।
حدثنا الوليد عن صدقة بن يزيد عن
قتادة
عن سعيد بن المسيب قال يأتي على المسلمين زمان يكون منه
صوت في رمضان
وفي
شوال تكون مهمهة وفي ذي القعدة تنحاز فيها القبائل إلى قبائلها وذو الحجة ينهب فيه
الحاج والمحرم وما المحرم والمحرم وما المحرم