আল ফিতন

أول علامة من علامات انقطاع ملكهم في خروج الترك بعد اختلافهم فيما بينهم

পৃষ্ঠা - ৬১৩
হযরত মাকহৃল রহঃ থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাঃ থেকে বর্ণনা করেন, তিনি এরশাদ করেন, তুর্কিরা মোট দুইবার আত্মপ্রকাশ করবে, একবার বিশাল বাহিনী সহকারে আসবে, দ্বিতীয়বার ফুরাত নদীর তীরে তাদের ঘোড়াকে বেধেঁ রাখবে। এরপর তুর্কিদের আর আবির্ভাব ঘটবেনা।
حدثنا عبد الخالق بن يزيد بن واقد عن أبيه
عن مكحول عن النبي
صلى الله عليه وسلم قال للترك خرجتان خرجة يخربون والثانية يربطون خيولهم بالفرات
لا ترك بعدها