আল ফিতন

أول علامة تكون في انقطاع مدة بني العباس

পৃষ্ঠা - ৬০৬
হযরত শফি আল-আসবাহী রহঃ থেকে বর্ণিত, তিনি বলেন, বনু আব্বাছ থেকে এমন পাঁচ জন খেলাফতের দায়িত্বভার গ্রহন করবে, যাদের প্রত্যেকে হবে ভীষণ অত্যাচারী। তাদের কারণে জমিনে অবস্থান করা দুর্বিসহ হয়ে উঠবে। পঞ্চম খলীফা এভাবে মারা যাবে, জনৈক সিংহ তূল্য লোক তার উপর লাফিয়ে পড়বে, তাকে দাঁত দ্বারা চিবিয়ে মারবে। তার হাতে আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। যাদেরকে হত্যা করা হবে তাদের চিৎকারÑশোরগোল আল্লাহ তাআলা পর্যন্ত পৌছবে। এভাবে সে মাত্র দুই-তিন দিন খেলাফতের দায়িত্ব পালন করতে পারবে। এরপর তার ভাইয়ের থেকে একজন দায়িত্বভার গ্রহন করবে। এরপর আরেকজন গ্রহন করবে আসমান থেকে জনৈক ঘোষক ঘোষণা করবে, ‘জমী আল্লাহর জন্য এবং সকলে আল্লাহর বান্দা। সে হিসেবে আল্লাহর মালকে সকলের মাঝে বরাবর বন্টন করতে হবে। সেই বাদশাহ দীর্ঘ দশ বৎসর পর্যন্ত রাজত্ব করবে।
حدثنا إدريس الخولاني عن الوليد بن يزيد عن أبيه
عن شفي الأصبحي قال يلي خمسة
من ولد العباس كلهم جبابرة ويل للأرض منهم يموت خامس بني العباس يثب عليه واثب شبه
الأسد يأكل بفمه ويفسد بيديه السموات تضج إلى الله تعالى مما يهراق على الأرض من
الدماء يملك غداتين أو ثلاثة ثم يلي والي من بعض إخوة الأبد ثم يلي والي ينادي
منادي من السماء الأرض الله والعبيد عبيد الله مال الله بين عبيده بالسوية يملك في
هذه الولاية عشر سنين
أول علامة من علامات انقطاع ملكهم في خروج الترك بعد
اختلافهم فيما بينهم