আল ফিতন

ما وقت فى الفتن من الأوقات للسنين والشهور والأيام

পৃষ্ঠা - ১৯৯৯
হযরত তাউস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যখন অদ্ভুদ বিষয় উপস্থিত হবে তখন (কোন ব্যক্তি) তার ডানে ও বামে তাকিয়ে সে শুধু অদ্ভুদ বিষয়ই দেখবে। ফলে সে নিশ্বাস ছাড়বে। তখন আল্লাহ তা’আলা তার প্রত্যেকটি নিশ্বাসে দুই এক হাজার হাসানাহ বা সাওয়াব দিবেন। এবং দ্ইু এক হাজার গুনাহ মাফ করে দিবেন। আর যখন সে মৃত্যু বরণ করবে সে শহীদী মরণ লাভ করবে।
حدثنا رجل ممن بني شعوذ بصري عن الحكم بن أبان عن وهب بن منبه
عن طاوس قال قال رسول الله صلى الله عليه وسلم إذا حضر الغريب فالتفت عن يمينه
وعن شماله فلم ير إلا غريبا فتنفس كتب الله له بكل نفس تنفسها ألفي ألف حسنة وحط
عنه ألفي ألف سيئة فإذا مات مات شهيدا