আল ফিতন

ما وقت فى الفتن من الأوقات للسنين والشهور والأيام

পৃষ্ঠা - ১৯৫৯
হযরত কা’ব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন তোমাদের অপদস্থতা হল এমন একটি ফিতনা বা যুদ্ধ যা অন্ধকার রাত্রের একটি অংশের ন্যায়। যা থেকে উহার পূর্ব ও উহার পশ্চিম কিছুই রক্ষা পাবে না। তবে ঐসমস্ত লোক রক্ষা পাবে যারা লেবানান ও ত সমুদ্রের মধ্যবর্তী স্থানের ছায়ায় আশ্রয় গ্রহণ করবে। সুতরাং তারা অন্যদের থেকে নিরাপদ হবে। আর এটা ঐসময় ঘটবে যখন আমার এই ঘর জ্বালিয়ে দেয়া হবে। আর (আামার ঘর) পোড়ানো হবে একশত বাইশ সনে।
حدثنا بقية عن صفوان عن سعيد بن خالد حدثه عن مطر أبي خالد مولى أم حكيم
بنت أبي هاشم
عن كعب قال أظلتكم فتنة كقطع الليل المظلم لا ينجو منها شرقها ولا
غربها
إلا من استظل بظل لبنان
فيما بينه وبين البحر فهم أسلم من غيرهم وذلك إذا
احترقت داري هذه واحترقت سنة اثنتين وعشرين ومئة