আল ফিতন

الترك

পৃষ্ঠা - ১৯৩০
হযরত হাসান রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, নিশ্চই কিয়ামাতের নিদর্শণ সমূহ হতে (কয়েকটি) হল যে, তোমরা এমন কতিপয় জাতির সাথে যুদ্ধ করবে যাদের চেহারা হবে বড় মুগুরের ন্যায়। আর তোমরা এমন জাতির সাথে যুদ্ধ করবে যাদের পায়ের জুতা থাকবে পশমের। আর আমরা প্রথম জাতিদের দেখেছি আর তারা হল তুর্কি জাতি। আর আমরা তাদের দেখেছি এমতবস্থায় যে, তারা কুর্দিজাতি। হযরত হাসান রাযিয়াল্লাহু আনহু বলেন আর যখন তুর্কি কিয়ামাতের লক্ষণের মধ্যে থাকবে তখন কেমনযেন তুমি তাদের দেখবে।
حدثنا عبد الوهاب عن يونس عن الحسن قال
قال
رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن تقاتلوا أقواما وجوههم كالمجان
المطرقة وأن تقاتلوا قوما نعالهم الشعر
قد رأينا الأول وهم
الترك
ورأينا هؤلاء
وهم
الأكراد
قال الحسن فإذا كنت في أشراط الساعة فكأنك قد عاينته