আল ফিতন

الترك

পৃষ্ঠা - ১৯১৮
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন আমরা তাদের নিকট গেলাম। অতপর তিনি বললেন তোমরা (কাদের হতে) কোথা হতে এসেছ? আমরা বললাম আমরা ইরাকবাসীদের হতে। তিনি বললেন ঐ আল্লাহ তা’আলার কসম! যিনি ব্যতিত আর কোন উপাস্য নেই। বনু কানতুর খোরাসান ও সিজিস্তান হতে তোমাদেরকে প্রবলভাবে ধাওয়া করবে। এমনকি তারা আবলাতে অবস্থান নিবে। আর তারা সেখানের প্রত্যেকটি গাছের সাথে তাদের ঘোড়া বাধবে। অতপর তারা বসরাবাসীদের নিকট পত্র প্রেরণ করবে। (যাতে লিখা থাকবে) হয়তো তোমরা আমাদের দেশ হতে বের হয়ে যাও অন্যথায় আমরা তোমাদের উপর আক্রমন করবো। তিনি বলেন তখন তারা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। একভাগ কূফার সাথে মিলিত হবে। একভাগ হিজাজের সাথে মিলিত হবে। আরেকভাগ আরবের প্রত্যন্ত অঞ্চলের সাথে মিলিত হবে। অতপর তারা বসরায় প্রবেশ করবে। আর সেখানে এক বছর অবস্থান করবে। অতপর কূফায় পত্র পেরণ করবে। (যাতে লিখা থাকবে) হয়তো তোমরা আমাদের দেশ হতে চলে যাও অন্যথায় আমরা তোমাদের উপর আক্রমন করবো। তখন কূফাবাসীরা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। একভাগ সিরিয়ার সাথে মিলিত হবে। একভাগ হিজাজের সাথে মিলিত হবে। আরেকভাগ আরবের প্রত্যন্ত অঞ্চলের সাথে মিলিত হবে। আর এদিকে ইরাক অবশিষ্ট থাকবে অথচ সেখানে কোন মানুষ পাওয়া যাবে না। টুকরি ও দিরহামও না। তিনি বলেন আর সেটা হবে যখন শিশুদের দালান কোঠা হবে। আর নিশ্চই আল্লাহ তা’আলা উহা তিনবার প্রতিহত করবেন।
حدثنا أبو المغيرة
عن عبد الملك بن حميد بن أبي غنية عن سلامة بن مليح الضبي
عن عبد الله بن عمرو
قال أتيناه فقال
أممن أنتم
فقلنا من أهل العراق
قال والله الذي لا
إله إلا هو ليسوقنكم
بنو قنطورا
من خراسان وسجستان سوقا عنيفا حتى ينزلوا بالأبلة
فلا يدعوا بها نخلة إلا ربطوا بها فرسا ثم
يبعثون إلى أهل البصرة إما
أ
ن تخرجوا من
بلادنا
وإما ان ننزل عليكم
قال فيفترقون ثلاث فرق فرقة تلحق بالكوفة وفرقة
بالحجاز وفرقة بأرض العرب البادية ثم يدخلون البصرة فيقيمون بها سنة ثم
يبعثون الى
الكوفة إما أن ترتحلوا عن بلادنا
واما ان ننزل عليكم
فيفترقون ثلاث فرق فرقة
تلحق بالشام وفرقة بالحجاز وفرقة بالبادية أرض العرب و
تبقى العراق لا يجد أحد فيها
قفيزا ولا درهما
قال وذلك إذا كانت إمارة الصبيان فوالله ليوكنن رددها ثلاث
مرات