আল ফিতন

خروج الحبشة

পৃষ্ঠা - ১৮৮৭
হযরত আবু কুবাইল রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন তিনি একবার মাসলামা ইবনে মাখলাদ এর নিকট হতে ওয়ারদান নামক এলাকার উদ্দেশ্যে বের হন। আর মাসলামা হল মিসরের আমীর। অতপর তিনি আব্দুল্লাহ ইবনে আমর রাযিয়াল্লাহু আনহু এর নিকট দিয়ে দ্রুত অতিক্রম করলেন। তখন আব্দুল্লাহ ইবনে আমর রাযিয়াল্লাহু আনহু তাকে ডাকলেন। অতপর বললেন হে আবু উযবাইদ কোথায় যাচ্ছ? তখন তিনি বললেন আমাকে আমীর মানাফের দিকে পাঠিয়েছেন। অতপর তার নিকট ফিরআউনের গুপ্তধন আনা হল। তিনি বললেন তুমি তার নিকট ফিরে যাও। আর আমার পক্ষ হতে তাকে সালাম দাও। এবং তাকে বল যে, ফিরআউনের গুপ্তধন তোমার জন্য নয়, এমনকি তোমার সাথীবর্গের জন্যও নয়। কেননা উক্ত সম্পদ হল হাবসার। যারা তাদের নৌজানে করে আসবে। তারা মিশরের ফুসতাত নগরীর উদ্দেশ্য করে আসবে। তারা সফর করে এসে মানাফে অবতরণ করবে। অতপর আল্লাহ তা’আলা তাদের জন্য ফিরআউনের গুপ্তধন খুলে দিবেন। অতপর তারা সেখান থেকে তারা যতটুকু চাইবে নিবে। অতপর তারা বলবে আমরা এর থেকে উত্তম কোন গণীমতের আশা করি নাই। অতপর তারা ফিরে যাবে। আর তাদের পরপরই মুসলমানগণ বাহির হবে। এমনকি তারা তাদের পেয়ে যাবে। আর তখন আল্লাহ তা’আল্ হাবসাকে পরাজিত করবেন। তখন মুসলমানগণ তাদের কতল করবে। এবং (জীবিতদের) আটক করবে। এমনকি সেদিন হাবসীদেরকে পোষাকের বিনিময়ে বিক্রি করা হবে।
حدثنا ابن وهب عن ابن لهيعة عن أبي قبيل قال
خرج يوما
وردان من عند مسلمة بن مخلد وهو أمير على مصر فمر على عبد الله بن عمرو مستعجلا
فناداه
فقال أين تريد يا أبا عبيد
قال أرسلني الأمير إلى منف فأحضر له كنز
فرعون
قال فارجع إليه فأقره مني السلام وقل له إن كنز فرعون ليس لك ولا لأصحابك
إنما هو للحبشة يأتون في سفنهم يريدون الفسطاط فيسيرون حتى ينزلوا منفا فيظهر الله
لهم كنز فرعون فيأخذون منه ما شاؤا
فيقولون ما نبتغي غنيمة أفضل من هذه فيرجعون
ويخرج المسلمون في آثارهم حتى يدركوهم فيهزم الله الحبش فيقتلهم المسلمون ويأسرونهم
حتى يباع الحبشي يومئذ بالكساء