আল ফিতন

خروج الحبشة

পৃষ্ঠা - ১৮৭৭
হযরত আব্দুর রহমান ইবনে যুবাইর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন একবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাযিয়াল্লাহু আনহু মক্কায় হজের জন্য অবস্থান করছিলেন। আর তখন তিনি বলেন হে ইয়ামানবাসী! তোমরা দুটি অন্ধকারের পূর্বে হিজরত কর। উহার একটি হাবসা। উহা বের হবে এমনকি উহা আমার এই স্থান পর্যন্ত পৌছে যাবে।
حدثنا بقية وشريح بن يزيد أبو حيوة عن أرطاة عن عبد
الرحمن بن جبير قال
قام عمر بن الخطاب رضى الله عنه بمكة في الحج فقال يا أهل
اليمن هاجروا قبل الظلمتين أما أحدهما فالحبشة يخرجون حتى يبلغوا مقامي هذا