আল ফিতন

ما يكون من علامات الساعة

পৃষ্ঠা - ১৭৮২
ইবনে ওমর রা: ওমর রা: থেকে বর্ননা করেছেন,
এক লোক রাসুলুল্লাহ ﷺ কে জিজ্ঞাসা করলেন কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলেন।
উনি জবাব দিলেন,
এই ব্যপারে প্রশ্নকারী থেকে উত্তরদাতা বেশি জানে না।
: তাহলে এর নিদর্শন কি?
: যখন একজন কৃতদাসী তার কর্ত্রীকে প্রসব করবে, অথবা বলেছিলেন কর্তাকে। এবং খালি পার নগ্ন দরিদ্র রাখালেরা উচু দালান তৈরিতে প্রতিযোগিতা করছে।
حدثنا بن المبارك عن كهمس عن عبد
الله بن بريدة عن يحيى بن يعمر عن ابن عمر
عن عمر رضى الله عنهما قال سأل رجل
رسول الله صلى الله عليه وسلم عن الساعة فقال ما المسؤل عنها بأعلم من السائل
قال فما أمارتها
قال أن تلد الأمة ربتها أو ربها وأن ترى الحفاة العراة
العالة رعاء الشاء يتطاولون في البنيان