আল ফিতন

الخسف والزلازل والرجفة والمسخ

পৃষ্ঠা - ১৭৩১
হযরত সাফিয়া রা. হতে বর্ণিত, তিনি বলেন, হযরত উমর রা. এর সময় মদীনাতে ভূমিকম্প হয়েছিল। আর হযরত ইবনে উমর রা. দাড়ানো ছিলেন, তিনি অনুভব করতে পারেন নাই। এমনকি খাট নড়ে উঠলো। অতপর যখন সকাল হল, তখন হযরত উমর রা. বললেন, হে মানুষসকল! দ্রুততম কি? তোমরা কি বানিয়েছ? হযরত ইবনে উআইনা র. বলেন, নাফে’ ব্যতীত অন্য হাদীসে আছে, যদি ফিরে আসে তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদের মধ্য হতে বের হয়ে যাবো।
حدثنا ابن عيينة عن عبيد الله عن نافع
عن صفية قالت تزلزلت المدينة
على عهد عمر وابن عمر قائم لا يشعر حتى اصطفقت السرر فلما أصبح عمر رضى الله عنه
قال يا أيها الناس ما أسرع ما أحدثتم
قال ابن عيينة وفي غير حديث نافع لئن عادت
لأخرجن من بين أظهركم