আল ফিতন

الخسف والزلازل والرجفة والمسخ

পৃষ্ঠা - ১৭১৭
সূরা আন’আমের ৬৫ নং আয়াত- তিনি শক্তিমান যে, তিনি তোমাদের উপর কোন শাস্তি তোমাদের উপর দিক বা তোমাদের পদতল থেকে প্রেরণ করবেন। থেকে আযাব প্রেরণ করতে সক্ষম।-এর ব্যাপারে হযরত উবাই ইবনে কা’ব রা. হতে বর্ণিত যে, তা চারটি। যা প্রত্যেকটিই শাস্তি। অতপর তা রাসূল সা. এর ওফাতের পঁচিশ বছর পরে এসেছে। ফলে দলে উপদলে বিভক্ত করা হয়েছে। আর একে অপরের অনিষ্ঠ আস্বাদন করানো হয়েছে। আর দুইটি আবশিষ্ট রয়েছে। আর তা অবশ্যই সংগঠিত হবে। আর তা হল- ধস ও নিক্ষেপ।
حدثنا عبيد الله بن موسى عن أبي جعفر عن الربيع بن
أنس عن أبي العالية
عن أبي بن كعب رضى الله عنه في قوله تعالى هو القادر على أن
يبعث عليكم عذابا من فوقكم [ الأنعام65 ] الآية قال هي أربع وكلهن عذاب فجاء بعد
وفاة رسول الله صلى الله عليه وسلم بخمس وعشرين سنة فالبسوا شيعا وأذيق بعضهم بأس
بعض وبقيت اثنتان وهما لا بد واقعتان الخسف والقذف