আল ফিতন

الخسف والزلازل والرجفة والمسخ

পৃষ্ঠা - ১৭০৪
হযরত সালামা ইবনে নুফাইল সাকূবী রা. হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সা. কে বলতে শুনেছি যে, নিশ্চই তিনি আমার নিকট ওহী প্রেরণ করেছেন যে, আমি তোমাদের মধ্যে অবস্থানকারী নই। আর আমার পর তোমরা অল্প সময়ই অবস্থানকারী। অতপর তোমরা অবস্থান করবে এমনকি বলবে, কখন? আর অচিরেই ধ্বংস আসবে। যা তোমাদের একে অপরকে ধ্বংস করে দিবে। আর কিয়ামাতের পূর্বে দুটি কঠিন মৃত্যু হবে। আর উহার পর অনেক বছর ভূমিকম্প হবে।
حدثنا أبو المغيرة عن أرطاة عن
ضمرة بن حبيب
عن سلمة بن نفيل السكوني رضى الله عنه قال سمعت رسول الله صلى
الله عليه وسلم يقول أنه أوحي إلي إني غير لابث فيكم ولستم لابثون بعدي إلا قليلا
ثم تلبثون حتى تقولوا متى وستأتون أفنادا يفني بعضكم بعضا وبين يدي الساعة موتان
شديد وبعده سنوات الزلازل