আল ফিতন

الخسف والزلازل والرجفة والمسخ

পৃষ্ঠা - ১৭০৩
হযরত শুরাইহ ইবনে উবাইদ রা. হতে বর্ণিত, তিনি বলেন, এমন ভূমিকম্প ও যুদ্ধ হবে যা, মানুষদেরকে তাদের বসত হতে নড়িয়ে দিবে। এমনকি জুতার মূল্য বৃদ্ধি পাবে। রেওয়ায়েতকারীর একজন বলেন, গাধার মুল্য বৃদ্ধি পাবে। ফলে তোমরা তোমাদের শত্রুদের নিকট পৌছতে পারবেনা। এবং তোমাদের পা শিথিল হয়ে যাবে।
حدثنا بقية وأبو المغيرة عن صفوان
عن شريح بن عبيد قال
تكون الزلازل والملاحم التي تحرك الناس من أماكنهم حتى تغلوا
النعال وقال أحدهما
البغال فلا تنالون من عدوكم وتقصر الخطوة