আল ফিতন

الخسف والزلازل والرجفة والمسخ

পৃষ্ঠা - ১৬৯৪
হযরত আবু গাতফান রা. হতে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ রা. কে বলতে শুনেছি যে, বিভিন্ন ধরণের গুপ্তধন বের হবে। হিজাযের নিকটে একটি গুপ্তধন বের হবে। যাকে ফিরআউনের স্বর্ণ বলা হবে। খারাপ লোকজন উক্ত গুপ্তধনের দিকে যাবে। অতপর যখন তারা সেখানে কাজ করতে থাকবে, তখন তাদের জন্য হঠাৎ স্বর্ণ খুলে দেয়া হবে। তখন স্বর্ণ উন্মোচন হওয়াটা তাদেরকে আশ্চার্যান্বিত করবে। তখন হঠাৎ উক্ত গুপ্তধন ও তাদের নিয়ে ধসে দেয়া হবে।
حدثنا ابن وهب عن ابن أبي ذئب
عن قارظ بن شيبة عن أبي غطفان قال
سمعت عبد الله بن عمرو يقول تخرج معادن
مختلفة قريب يقال له فرعون ذهب يذهب إليه شرار الناس فبينما هم يعملون فيه إذ حسر
لهم عن الذهب فأعجبهم معتملة إذ خسف به وبهم