আল ফিতন

خروج يأجوج ومأجوج

পৃষ্ঠা - ১৬৬৪
হযরত আবু হুরাইরা রা. রাসূল সা. হতে বর্ণনা করে বলেন, আল্লাহ তা’আলা ডান দিক হতে একটি বাতাশ প্রেরণ করবেন। যা ফেনার থেকেও নরম (আরামদায়ক), মধূর চেয়ে মিষ্টি হবে। উক্ত বাতাশ এমন কোন ব্যক্তিকে ছাড়বে না যার অন্তরে কুরআন শরীফের একটি আয়াতও আছে, বরং তা নিয়ে যাবে।
حدثنا ابن وهب عن حيوة عن أبي صخر عن يزيد بن عبد الله بن قسيط
عن أبي هريرة
رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يرسل الله ريحا من اليمن ألين من
الزبد وأحلى من العسل فلا تترك رجلا في قلبه آية من القرآن إلا ذهبت بها