আল ফিতন

خروج يأجوج ومأجوج

পৃষ্ঠা - ১৬৪৫
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. হতে বর্ণিত, তিনি দাজ্জালের অভির্ভাব, ঈসা ইবনে মারিয়াম আ. এর অবতরণ, হযরত ঈসা আ. কর্তৃক দাজ্জালের হত্যার ব্যাপারে আলোচনা করেছেন। (এ প্রসঙ্গে আলোচনার পর) তিনি বলেন, অতপর ইয়াজুজ মাজুজ তরঙ্গের মতো পৃথিবীতে আসবে এবংং ধ্বংসলীলা চালাবে। অতপর হযরত আব্দূল্লাহ রা. এআয়াত পড়লেন, ’অতপর তারা প্রত্যেক উচু জায়গা হতে আসবে।’ সূরা- আম্বিয়া, ৯৬। অতপর আল্লাহ তা’আলা তাদের উপর এই রকম উটের নাকে পোঁকার মতো পোঁকা পাঠাবেন। তা তাদের কানে ও নাকে ছিদ্র দিয়ে প্রবেশ করবে। ফলে তারা মৃত্যু বরণ করবে। অতপর তাদের কারণে যমিন দূর্গন্ধ হয়ে যাবে। অতপর আল্লাহ তা’আলার নিকট উচ্চস্বরে দোয়া করবে। ফলে আল্লাহ তা’আলা তাদের থেকে পৃথিবীকে পবিত্র করবেন।
حدثنا ابن نمير عن سفيان عن سلمة بن
كهيل عن أبي الزعراء
عن عبد الله بن مسعود رضي الله عنه أنه ذكر خروج الدجال
ونزول عيسى ابن مريم وقتله الدجال
قال ثم يخرج يأجوج ومأجوج فيموجون في الأرض
فيفسدوا فيها
قال ثم قرأ عبد الله وهم من كل حدب ينسلون
قال فيبعث الله
عليهم دابة مثل هذا النغف فتلج في أسماعهم ومناخرهم فيموتون منها فتنتن الأرض منهم
فتجأر إلى الله فيطهر الله الأرض منهم