আল ফিতন

قدر بقاء عيسى ابن مريم عليه السلام بعد نزوله

পৃষ্ঠা - ১৬১৩
হযরত কা’ব রা. হতে বর্ণিত যে, তিনি বলেন, দাজ্জাল বাইতুল মাকদাসে মুসলমানদের সীমাবদ্ধ করে রাখবে। ফলে তাদের ক্ষুধায় তীব্র কষ্ট হবে। এমনকি তারা ক্ষুধার তাড়নায় তাদের ধনুকের ছিলা খাবে। তাদের ঐ অবস্থায় তারা অন্ধকারের মধ্যে একটি আওয়াজ শুনবে। তখন তারা বলবে নিশ্চই এটা পরিতৃপ্ত ব্যক্তির আওয়াজ। তিনি বলেন, অতপর তারা তাকাবে আর তখনই ঈসা ইবনে মারিয়াম আ. সেখানে থাকবেন। তিনি বলেন, অতপর নামাজ কায়েম করা হবে। অতপর মুসলমানদের ইমামকে মাহদী ফিরিয়ে দিবেন। তারপর ঈসা আ. বলবেন, সামনে অগ্রসর হও। কেননা তোমার জন্য নামাজ কায়েম করা হয়েছে। ফলে উক্ত ব্যক্তি তাদের নিয়ে ঐ নামাজ আদায় করবে। তিনি বলেন, অতপর ঈসা আ. ইমাম হবে।
حدثنا ضمرة عن يحيى بن
أبي عمرو السيباني
عن كعب قال يحاصر الدجال المؤمنين ببيت المقدس فيصيبهم جوع
شديد حتى يأكلوا أوتار قسيهم من الجوع فبيناهم على ذلك إذ سمعوا صوتا في الغلس
فيقولون إن هذا لصوت رجل شبعان
قال فينظرون فإذا بعيسى ابن مريم
قال
وتقام الصلاة فيرجع إمام المسلمين المهدي
فيقوم عيسى تقدم فلك أقيمت الصلاة
فيصلي بهم ذلك الرجل تلك الصلاة
قال ثم يكون عيسى إماما بعده
قدر بقاء
عيسى ابن مريم عليه السلام بعد نزوله