আল ফিতন

نزول عيسى ابن مريم عليه السلام وسيرته

পৃষ্ঠা - ১৬০৯
হযরত আবু হুরাইরা রা. হতে বর্ণিত যে, তিনি বলেন, ঐসময় পর্যন্ত কিয়ামাত সংগঠিত হবে না, যতক্ষণ পর্যন্ত না হযরত ঈসা ইবনে মারিয়াম আ. নিষ্ঠ নেতা ও ন্যায় বিচারক শাসক হিসেবে অবতির্ণ হন। (এমনিভাবে যতক্ষণ পর্যন্ত না,) কুরাইশরা জোরপূর্বক নেতৃত্ব নেয়, শুকর হত্যা করা হয়, ক্রুশ ধ্বংস করা হয়, জিযিয়া ধার্য করা হয়, সিজদা একমাত্র আল্লাহ তা’আলার জন্য করা হয়, যুদ্ধ বন্ধ হয়, পাত্র পানিতে ভরে যাওয়ার মতো পৃথীবি শান্তিতে ভরে যায়, পৃথীবি সবুজ শ্যামল বিশিষ্ট কাচ পাত্রের মতো হয়, শত্রুতা ঘৃণা বিদ্ধেষ উঠিয়ে নেয়া হয়, বাঘ ছাগলের পালে কুকুরের মতো হয়, সিংহ গরুর (পালের) মধ্যে গরুর বাচ্চার মতো হয়। (এসকল বিষয় হওয়ার পরই কিয়ামাত সংগঠিত হবে।)
قال معمر فأخبرنا
زيد بن اسلم
عن أبي هريرة قال ولا تقوم الساعة حتى ينزل عيسى ابن مريم إماما
مقسطا وحكما عادلا وتبتز قريش الإمارة ويقتل الخنزير ويكسر الصليب و توضع الجزية
وتكون السجدة واحدة لله رب العالمين وتضع الحرب أوزارها وتملأ الأرض من السلم كما
يملأ الإناء من الماء وتكون الأرض كفاثورة الورق وترفع الشحناء والعداوة والبغضاء
ويكون الذئب في الغنم كلبها والأسد في الإبل كأنه عجلها