আল ফিতন

نزول عيسى ابن مريم عليه السلام وسيرته

পৃষ্ঠা - ১৫৯৯
হযরত কা’ব রা. হতে বর্ণিত যে, তিনি বলেন, হযরত ঈসা ইবনে মারিয়াম আ. দামেস্কের পূর্ব দিকের গেইটের নিকটে যে মিনার রয়েছে, সেটার নিকটে অবতরণ করবেন। আর তিনি হবেন হলুদ বর্ণের একজন যুবক। তার সাথে দুইজন ফেরেস্তা থাকবে। তিনি তাদের কাঁধের উপর ভর করে থাকবেন। যে কাফের তার নিশ্বাস বা বাতাশ পাবে, সে মারা যাবে। আর এটা একারণে যে, তার নিশ্বাস তার দৃষ্টিশক্তির সীমা পর্যন্ত পৌছবে। অতপর দাজ্জাল তাঁর নিশ্বাস পাবে। অতপর সে মোমবাতির গলার ন্যায় গলে যাবে। (শক্তিহীন হয়ে যাবে) তারপর সে মারা যাবে। হযরত ঈসা ইবনে মারিয়াম আ. বাইতুল মাকদাসে যেসকল মুসলমান রয়েছে তাদের দিকে সফর করবেন। তাদেরকে দাজ্জালের হত্যার সংবাদ দিবেন। এক ওয়াক্ত নামাজ তাদের আমীরের পিছনে আদায় করবেন। অতপর ইবনে মারিয়াম আ. তাদের জন্য নামাজ আদায় করবেন। আর এটাই হল মালহামা বা লড়াই। অতপর অবশিষ্ট খ্রীষ্টান ইসলাম গ্রহণ করবে। ঈসা আ. (তাদের মাঝে) অবস্থান করবেন এবং তাদেরকে জান্নাতের মধ্যে তাদের অবস্থানের ব্যাপারে সুসংবাদ দিবেন।
حدثنا الحكم بن نافع عن
جراح عمن حدثه
عن كعب قال ينزل عيسى ابن مريم عليه السلام عند المنارة التي عند
باب دمشق الشرقي وهو شاب أحمر معه ملكان قد لزم مناكبهما لا يجد نفسه ولا ريحه كافر
إلا مات وذلك ان نفسه يبلغ مد بصره فيدرك نفسه الدجال فيذوب ذوبان الشمع فيموت
ويسير ابن مريم إلى من في بيت المقدس من المسلمين فيخبرهم بقتله ويصلي وراء أميرهم
صلاة واحدة ثم يصلي لهم ابن مريم وهي الملحمة ويسلم بقية النصارى ويقيم عيسى
ويبشرهم بدرجاتهم في الجنة