আল ফিতন

المعقل من الدجال

পৃষ্ঠা - ১৫৮২
হযরত আবু সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু বলেন যে ব্যক্তি সূরা কাহাফ যেভাবে নাযিল হয়েছে সেভাবে তেলাওয়াত করবে অতপর দাজ্জালের জন্য বাহির হবে তার উপর দাজ্জাল কোন প্রভাব ফেলতে পারবে না। আর তার উপর দাজ্জালের (তার উপর প্রভাব ফেলার) কোন পথও থাকবে না।
حدثنا ابن مهدي عن سفيان عن أبي هاشم عن أبي مجلز عن قيس بن عباد
عن
أبي سعيد الخدري قال من قرأ سورة الكهف كما أنزلت ثم خرج للدجال لم يسلط عليه ولم
يكن له عليه سبيل